গুজরাটে ভরাডুবি হলেও, হিমাচল প্রদেশে এখনো আশা জিইয়ে রেখেছে কংগ্রেস। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখনো অবধি হিমাচল প্রদেশে কংগ্রেস ১৬ টি আসন জিতেছে এবং ২৩টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি ১৩ টি আসন জিতেছে এবং ১৩টি আসনে এগিয়ে রয়েছে। তথ্যের হিসাবে ম্যাজিক ফিগারের কাছাকাছি আছে কংগ্রেস।
In Himachal Pradesh, Congress wins 16 seats, leading in 23 seats; BJP wins 13 seats & is currently leading in 13 seats as counting continues. pic.twitter.com/fYVC9dF9cZ
— ANI (@ANI) December 8, 2022
এই অবস্থায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে হিমাচল প্রদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন -
আমরা হিমাচল প্রদেশ নির্বাচনে জিতছি। আমি হিমাচলের জনগণসহ আমাদের সমস্ত কর্মী ও নেতাদের ধন্যবাদ জানাতে চাই কারণ তাদের প্রচেষ্টার কারণে এই ফলাফল এসেছে। আমি প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ জানাতে চাই। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাও এতে আমাদের সাহায্য করেছে। সোনিয়া গান্ধীর আশীর্বাদও আছে আমাদের সঙ্গে।
আমাদের পর্যবেক্ষকরা এবং ভারপ্রাপ্ত কংগ্রেস সম্পাদকরা হিমাচল প্রদেশ যাচ্ছেন এবং তারা সিদ্ধান্ত নেবেন কখন রাজ্যপালের সাথে দেখা করবেন এবং বিজয়ী কংগ্রেস বিধায়কদের নিয়ে বৈঠক ডাকবেন।
We have won #HimachalElections. I want to thank the people, our workers & leaders as due to their efforts this result has come. I want to thank Priyanka Gandhi, Rahul Gandhi's Bharat Jodo Yatra also helped us in this. Sonia Gandhi's blessings are also with us: Congress President pic.twitter.com/T9XIKRQ4Xq
— ANI (@ANI) December 8, 2022
Our observers and in-charge secretaries are going there (Himachal Pradesh) and they will decide when to meet Governor and call a meeting of (Congress MLAs): Congress president Mallikarjun Kharge
— ANI (@ANI) December 8, 2022
গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি নিয়ে প্রশ্ন করলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন-
গণতন্ত্রে জয়-পরাজয় ঘটে, তাঁর জন্য আমি এর কৃতিত্ব নিচ্ছি না। এটা আমাদের আদর্শের লড়াই। আমরা আমাদের ত্রুটিগুলি সংশোধন করব এবং লড়াই চালিয়ে যাব।
#WATCH | I am not taking credit for it... In a democracy wins and losses happen. It's our ideological fight. We will correct the shortcomings and continue to fight: Congress President M Kharge when asked about the party's poor performance in #GujaratAssemblyPolls pic.twitter.com/Iv26qfIeps
— ANI (@ANI) December 8, 2022