Mallikarjun Kharge (Photo Credit: Twitter/ANI)

গুজরাটে ভরাডুবি হলেও, হিমাচল প্রদেশে এখনো আশা জিইয়ে রেখেছে কংগ্রেস।  নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখনো অবধি হিমাচল প্রদেশে কংগ্রেস ১৬ টি আসন জিতেছে এবং ২৩টি আসনে এগিয়ে রয়েছে।  বিজেপি ১৩ টি আসন জিতেছে এবং ১৩টি আসনে এগিয়ে রয়েছে। তথ্যের হিসাবে ম্যাজিক ফিগারের কাছাকাছি আছে কংগ্রেস।

এই অবস্থায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে হিমাচল প্রদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন -

আমরা হিমাচল প্রদেশ নির্বাচনে জিতছি। আমি হিমাচলের জনগণসহ আমাদের সমস্ত কর্মী ও নেতাদের ধন্যবাদ জানাতে চাই কারণ তাদের প্রচেষ্টার কারণে এই ফলাফল এসেছে। আমি প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ জানাতে চাই। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাও এতে আমাদের সাহায্য করেছে। সোনিয়া গান্ধীর আশীর্বাদও আছে আমাদের সঙ্গে।

আমাদের পর্যবেক্ষকরা এবং ভারপ্রাপ্ত কংগ্রেস সম্পাদকরা হিমাচল প্রদেশ যাচ্ছেন এবং তারা সিদ্ধান্ত নেবেন কখন রাজ্যপালের সাথে দেখা করবেন এবং বিজয়ী কংগ্রেস বিধায়কদের নিয়ে বৈঠক ডাকবেন।

গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি নিয়ে প্রশ্ন করলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন-

গণতন্ত্রে জয়-পরাজয় ঘটে, তাঁর জন্য আমি এর কৃতিত্ব নিচ্ছি না। এটা আমাদের আদর্শের লড়াই। আমরা আমাদের ত্রুটিগুলি সংশোধন করব এবং লড়াই চালিয়ে যাব।