দিল্লি, ২৬ জুন: অসমের পর এবার হিমাচল প্রদেশ। এক নাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করেছে। ধসের পাশাপাশি হড়পা বানেও ক্ষতিগ্রস্থ এই পাহাড়ি রাজ্য। এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে ৬ জনের মৃত্যুর খবর মিলছে। আহত প্রায় ১০ জন। এমনই খবর মিলছে বিপর্যয় মোকাবিলাকারী দলের তরফে।
হিমাচল প্রদেশে সাধারণ মানুষের পাশাপাশি ৩০৩টি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে খবর।সেই সঙ্গে গত কয়েক ঘণ্টায় এ রাজ্যের আর্থিক ক্ষতি প্রায় ৩ কোটি বলে রিপোর্টে প্রকাশ।বৃষ্টি, ধস, হড়পা বানের জেরে হিমাচল প্রদেশে ১২৪টি রাস্তা ক্ষতিগ্রস্থ। যার মধ্যে বেশ কিছু জাতীয় সড়কও রয়েছে বলে খবর।
#WATCH | Himachal Pradesh: Operation underway to clear landslide debris on Chandigarh-Manali highway near 7 Mile in Mandi. https://t.co/OcuKQCVhcD pic.twitter.com/1m92KxiSOh
— ANI (@ANI) June 26, 2023
সবকিছু মিলিয়ে বৃষ্টি, ধস, হড়পা বানের জেরে হিমাচল প্রদেশে ঠিক কত ক্ষতি হয়ছে, সে বিষয়ে রিপোর্ট প্রকাশ্যে আসার পরই জানা যাবে বলে জানান বিপর্যয় মোকাবিলাকারী দলের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার চাঁদ শর্মা।