Train Fire In Bihar (Photo Credit: Twitter)

পাটনা, ১৬ জুন:  কেন্দ্রের অগ্নিপথ (Agnipath ) প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদে মুখর বিহার। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের চুক্তি ভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে বিহারের বিভিন্ন এলাকা।  কেন্দ্রের এই প্রকল্পের বিরুদ্ধে বিহারের একাধিক প্রান্তে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে স্লোগান উঠতে শুরু করে। বিহারের (Bihar)  নওদা, মুঙ্গের,  আরা, মুজফ্ফরপুর, জেহানাবাদ-সহ একাধিক এলাকায় প্রবল বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের জেরে ট্রেনে আগুন জ্বালিয়েও দেওয়া হয়। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগের এই প্রকল্প বাতিলের দাবিতেই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে বিহারের একাধিক এলাকা।

বক্সার জেলার একটি স্টেশনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ট্রেনে অগ্নিসংযোগ থেকে শুরু করে রাস্তায় গাড়ি জ্বালানো, প্রতিবাদে মুখর বিহারের বিভিন্ন জেলার যুব সম্প্রদায়। বিক্ষোভ আয়ত্তে আনতে পুলিশ কাঁদানে গ্যাস প্রয়োগ করে। এমনকী, লাঠিও চালানো শুরু হয়।

 

বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠি চালাতে শুরু করলে এবং কাঁদানে গ্যাস ছুঁড়লে তার জেরে বেশ কয়েকজন আহত হন বলে খবর।