Coronavirus Cases in India: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়ালো, ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যায় আক্রান্ত ২৭ হাজার ১১৪ জন
Coronavirus (Photo: PTI)

নতুন দিল্লি, ১১ জুলাই: ভারতে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্তের সংখ্যা নিয়ে এখন দাঁড়িয়ে ৮ লাখে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী, শনিবার দেশে সারাদিনে করোনায় আক্রান্ত (COVID-19 Cases) হলেন ২৭ হাজার ১১৪ জন। ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যা ৫১৯। সবমিলিয়ে ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৮ লক্ষ ২০ হাজার ৯১৬। এরমধ্যে সংক্রামিত ২ লক্ষ ৮৩ হাজার ৪০৭। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ১৫ হাজার ৩৮৬ জন। এখনও পর্যন্তে মারণ ভাইরাসের বলি ২২ হাজার ১২৩ জন। মহামারী করোনায় সবথেকে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ৪৬১। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯ হাজার ৮৯৩।

করোনা সংক্রমণের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় রাজ্য তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ২৬১। এখনও পর্যন্ত মৃতের তালিকায় রয়েছেন ১ হাজার ৮২৯ জন। মারণভাইরাসে আক্রান্ত রাজধানী দেশের মধ্যে সংখ্যার বিচারের তৃতীয় স্থানে রয়েছে। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ১৪০। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত ২৭ হাজার ১০৯ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত ৮৮০ জন। আরও পড়ুন, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ১৯৮, মৃত্যু ২৬ জনের

বিশ্বব্যাপী কোভিড -১৯ কেস বেড়েছে ১.২ কোটিরও বেশি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী মৃত্যুর সংখ্যা ৫,৫০,০০০-এরও বেশি পৌঁছেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র ৩ মিলিয়নেরও বেশি ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে অব্যাহত রয়েছে। ১.৭ মিলিয়নেরও বেশি ইতিবাচক ক্ষেত্রে ব্রাজিল দ্বিতীয় বৃহত্তম ক্ষতিগ্রস্ত দেশ। কোভিড -১৯ মামলার মোট সংখ্যার ক্ষেত্রে ভারত তৃতীয় অবস্থানে রয়েছে।