মাদক বিরোধী অভিযানে শনিবার বড়সড় সাফল্য পেল অমৃতসর পুলিশ। এদিন একটি তল্লাশি অভিযানে গ্রেফতার হল পাচারচক্রের কিংপিন সরবজিৎ জোবান। সেই সঙ্গে এই চক্রের আরও ৩ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে এক কিশোর রয়েছে। ধৃতদের থেকে উদ্ধার ৬ কেজি ১০৬ গ্রাম হেরোইন। এই বিপুল পরিমাণের মাদক পঞ্জাবের (Punjab) বিরুদ্ধে জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল সরবজিতের। কিন্তু গোপনসূত্রে খবর পেয়ে সেই পরিকল্পনা বানচাল করে দেয় পুলিশ। এই চক্রের বাকি সদস্যদের আটক করতে ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ।
যোগ ছিল পাকিস্তানের
জানা যাচ্ছে, ধৃত সরবজিতের সঙ্গে পাকিস্তানের মাদক ব্যবসায়ীদের যোগাযোগ ছিল। আর সেখান থেকে চোরাপথে মাদক আদানপ্রদানের কাজ চালাত তাঁর সহকারীরা। এদিন তাঁর তিন পাচারকারীকে অঞ্জালা সেক্টর থেকে আটক করা হয়েছে। তাঁদের থেকেও উদ্ধার হয়েছে একাধিক মাদকের প্যাকেট। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, সরবজিতের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তানি ব্যবসায়ীরা সীমান্তের মাধ্যমে ভারতে মাদক পাঠাত। আর সেই মাদক সরবজিতের লোকেরা বিএসএফের চোখে ধূলো দিয়ে সংগ্রহ করত।
স্কুল বাসের চালক ছিল সরবজিত
তদন্তসূত্রের খবর, সরবজিতকে বেশ কয়েকবছর আগে আমেরিকার বেআইনিভাবে ঢোকার জন্য আটক করেছিল। সেথান থেকে দেশে ফিরে স্কুল বাসের চালক হিসেবে কাজ শুরু করে। আর এই কাজের মাঝেই মাদকের কারবারিও চালিয়ে যাচ্ছিল অভিযুক্ত।