কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার (ছবিঃX)

নয়াদিল্লিঃ আমেদাবাদ বিমান বিপর্যয়ের (Ahmedabad Plane Crash) রেশ এখনও কাটেনি। এরই মাঝে দেশে ফের বড়সড় বিমান দুর্ঘটনা (Plane Accident)। এবার কেদারনাথে ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার (Helicopter)। মৃত কমপক্ষে ৫ জন। নিখোঁজ ২ যাত্রী। উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় রক্ষা বাহিনী। জানা গিয়েছে, রবিবার সকালে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে ত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশন কোম্পানির হেলিকপ্টার। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান।

কেদারনাথে বিমান দুর্ঘটনা, মৃত ৫ নিখোঁজ ২

এদিন ভোর ৫ টা ২০ মিনিট নাগাদ কেদারনাথ ধাম থেকে ৭ জন যাত্রী নিয়ে গুপ্তকাশীর উদ্দেশে ওড়ে হেলিকপ্টারটি। ওড়ার কিছুক্ষণের মধ্যেই নীচের দিকে নামতে শুরু করে সেটি। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে কপ্টারটি। কেদারনাথ ধামের খুব কাছেই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। যাত্রীদের মধ্যে একজন শিশু ছিল বলে খবর। ঘটনাটি জঙ্গলের অনেকটাই ভিতরে ঘটায় সেখানে পৌঁছতে বেশকিছুটা সময় লেগেছে। বর্তমানে জারি উদ্ধারকাজ।

দেশে ফের বিমান বিপর্যয়, কেদারনাথের জঙ্গলে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত কমপক্ষে ৫, নিখোঁজ ২