ভারী বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি, প্রবল বৃষ্টির পাশাপাশি মঙ্গলবার সকালে দিল্লিতে দমকা হাওয়াও বইতে থাকে। ভারী বৃষ্টি ও দিল্লি বিমানবন্দর থেকে এদিন সকালে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। বেশ কিছু বিমান বিলম্বিত হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির জেরে দিল্লির বিভিন্ন অংশে জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয়েছে দিল্লীবাসীকে।

মুষলধারে বৃষ্টিতে দিল্লির ডেভিল এলাকায় রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। দিল্লির প্রগতি ময়দান এলাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। দিল্লির মিন্টো ব্রিজ, আইটিও ক্রসিং, রাজাজি মার্গ প্রভৃতি এলাকায় এদিন সকালে মুষলধারে বৃষ্টি হয়।

ভারী বৃষ্টিতে দিল্লিতে জমল জলঃ 

 ভারী বৃষ্টিতে ও ঝোড়ো হাওয়াতে সকাল থেকেই বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। সকালেই এয়ার ইণ্ডিয়ার তরফে পোস্ট করে যাত্রীদের সতর্ক করা হয়।  এক্স হ্যান্ডেলের একটি বার্তায় লেখা হয়- "আজ সকালে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি দিল্লি থেকে আসা এবং আসা বিমান চলাচলে প্রভাব ফেলতে পারে। বিমানবন্দরে যাওয়ার আগে দয়া করে আপনার বিমানের অবস্থা পরীক্ষা করুন এবং আপনার যাত্রার জন্য অতিরিক্ত সময় দিন,"

এয়ার ইন্ডিয়ার পোস্ট 

শুধুমাত্র দিল্লি নয়, মঙ্গলবার দেশের অন্যান্য অংশেও বৃষ্টি হয়েছে। যেমন উত্তরাখণ্ডের দেহরাদূন, বিহারের পাটনাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। হিমাচল প্রদেশের মান্ডিতে ভারী বৃষ্টিপাতের পর শহরের বিভিন্ন অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ প্রবল বৃষ্টিপাতের কারণে, প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। ৩ জন মারা গিয়েছেন এবং এক মহিলা নিখোঁজ রয়েছেন বলেও জানা গিয়েছে। বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।