মুম্বই, ১৯ অগাস্ট: মুম্বইতে (Mumbai Rain) এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। একটানা বৃষ্টিতে ভাসছে মুম্বই (Munbai)। জারি করা হয়েছে লাল সতর্কতা। মুম্বইতে যেমন লাল সতর্কতা জারি করা হয়েছে, তেমনি গাড়িঘোড়াও চলছে না রাস্তায়। এক নাগাড়ে বৃষ্টিতে থানের পরিস্থিতি এমন যে সেখানকার একটি আন্ডারপাসে গাড়ি আটকে যায়। জলে ভেসে কার্যত উলটে যায় গাড়িটি। ফলে গাড়ির ভিতরে থাকা যাত্রীরাও আটকে পড়েন। মুম্বই যখন কার্যত জলে ভাসছে, সেই সময় ভাইরাল হল এবার একটি বিমানের ভিডিয়ো।
ভিডিয়োতে দেখা যায়, মুম্বইতে যখন হুড়মুড়িয়ে বৃষ্টি শুরু হয়েছে, সেই সময় দৃশ্যমানতা কার্যত শূণ্যতে নেমে যায়। আর সেই শূণ্য দৃশ্যমানতার মধ্যে বিমানবন্দরে নামছে এয়ার ইন্ডিয়ার (Air India Flight) একটি বিমান।
দেখুন এয়ার ইন্ডিয়ার বিমানটিকে কীভাবে অবতরণ করালেন চালক...
#Mumbai airport landing in midst of heavy rains. #MumbaiRains Hats off to Captain Mr. Neeraj Sethi for landing safely with less visibility. @airindia VT-TNC pic.twitter.com/khvJTSWnv7
— 🇮🇳 Vidyasagar Jagadeesan🇮🇳 (@jvidyasagar) August 19, 2025
বৃষ্টির ঝাপটায় যখন বিমানের ভিতরে থাকা ক্রু এবং যাত্রীরা বুঝে উঠতে পারছিলেন না তখন কী হবে, সেই সময় সাহসিকতা দেখান চালক।
এয়ার ইন্ডিয়ার বিমানের চালক অত্যন্ত সাহসিকতার সঙ্গে, ক্রমশ বিমানটিকে অবতরণ করান। বৃষ্টির দাপটে দৃশ্যমানতা শূণ্য নেমে যাওয়া সত্ত্বেও চালক অত্যন্ত সাবধানে উড়ান অবতরণ করান।
এয়ার ইন্ডিয়ার চালক ক্যাপ্টেন নীরজ শেট্টি যে সাহসিকতার পরিচয় রাখেন, সেই ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে যায। সেই সঙ্গে ক্যাপ্টেন নীরজ শেট্টিকে প্রত্যেকে ধন্য়বাদ জানান।
আবহাওয়া দফতর ইতিমধ্যেই মুম্বইতে লাল সতর্কতা জারি করেছে। মুম্বইয়ের পাশাপাশি থানে, রাইগড়, রত্নগিরি, সিন্ধুদুর্গেও জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। আগামী ৪৮ ঘণ্টা মুম্বইবাসী যাতে অত্যন্ত সতর্ক থাকেন, সে বিষয়ে আবেদন জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ গোটা পরিস্থিতির উপর নজর রেখেছেন। অত্যাধিক বৃষ্টির জেরে মুম্বই এবং নান্দেড়ে প্রাণহানির ঘটনা সামনে এসেছে। তবে কারও মৃত্যু যাতে আর না ঘটে, সে বিষয়ে রাখা হয়েছে কড়া নজর।