ভয়াবহ হারিকেনের ভিতর দিয়ে বেরিয়ে গেল মার্কিন বায়ুসেনার চপার (US Air Force Chopper)। ক্যাটাগরি ৫-এর হারিকেন এরিনের (Hurricane Erin) চোখের মধ্যে পড়ে যায় আমেরিকার বায়ুসেনার একটি চপার। তবে সেই হারিকেন কেটে বেরিয়ে যায় মার্কিন চপার। এরিনের চোখ ভেদ করে মার্কিন বায়ুসেনার চপার যখন এগোতে শুরু করে, সেখানে কম্পন দেখা দেয়। তবে ভয় না পেয়ে চপার নিয়ে এগিয়ে চলেন ক্ষুরধার চালকরা। আর তার জেরেই মার্কিন বায়ুসেনার চপার যেন অসাধ্য সাধন করে।

ক্যাটাগরি ৫-এ পড়া হারিকেন এরিনের মধ্যে পড়েও যেভাবে মার্কিন বায়ুসেনার ক্ষুধার চালকরা তা কেটে বেরিয়ে যান, সেই ভিডিয়ো (Viral Video) নিয়ে তোলপাড় শুরু হয় প্রকাশ্যে আসার পর।

ভিডিয়োতে (Hurricane Erin Video) দেখা যায়, এরিনের চোখের মাঝে বায়ুসেনার চপারটি যখন পড়ে, ভিতর থেকে কিছু দৃশ্যমান হয় না। সেই সঙ্গে চপারটি হু হু করে কাঁপতে শুরু করে।

বায়ুসেনার চপারে ওই সময় চালকের পাশাপাশি আরও ২ জন ছিলেন। তাঁরাও একমনে নিজেদের কাজ করছিলেন। ক্যাটাগরি ৫-এর মধ্যে পড়া তীব্র হারিকেনের অভিঘাত যাতে কোনওভাবে তাঁদের রাস্তা আটকাতে না পারে, সেই চেষ্টাই চালক শুরু করেন এবং তাঁতে সফল হন।

দেখুন সেই ভিডিয়ো যখন ক্যাটাগরি ৫ হারিকেনের চোখ বেরিয়ে যায় মার্কিন বায়ুসেনার চপার...

 

 

View this post on Instagram

 

দেখুন সেই তীব্র গতির হারিকেনের ভয়াবহ রূপ...

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)