Heatwave: তাপপ্রবাহের ইঙ্গিত ৫ রাজ্যে, ৪৫ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা, বঙ্গেও বাড়বে গরম, সতর্কতা
Heatwave In India (Photo Credit: File photo)

দিল্লি, ২৮ এপ্রিল:  আগামী কয়েকদিনে গরম বাড়বে। তাপপ্রবাহ হতে পারে দিল্লি এনসিআর-সহ দেশের বেশ কিছু রাজ্যে। আগামী ১ মে পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ চলবে। এমনই সতর্কতা জারি করা হল আবহাওয়া দফতরের তরফে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, রাজস্থান (Rajasthan), দিল্লি (Delhi), হরিয়ানা, উত্তরপ্রদেশ (UP) এবং ওড়িশায় (Odisha) তারপ্রবাহ চলবে। ওই ৫ রাজ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে বলেও সতর্কতা জারি করে আবহাওয়া দফতর (IMD)।

দেশের  ৫ রাজ্যের পাশাপাশি বেশ কিছু জায়গায় লু বইতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। পাঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার বেশ কিছু অঞ্চল এবং গুজরাটের বেশ কিছু জায়গাতেও লু-এর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:  Mamata Banerjee: কেন্দ্র নীরব? ইউক্রেন ফেরৎ পড়ুয়াদের রাজ্যের কলেজে ভর্তির পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

আবহাওয়া দফতর যখন তাপপ্রবাহের সতর্কতা জারি করছে, সেই সময় রাজস্থান, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশে ব্যপকহারে বিদ্যুৎ বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা। ফলে দুর্বিসহ গরমে আগামী ৫-৬ দিন কী অবস্থা হতে চলেছে, তা নিয়ে আশঙ্কায় অনেকে।