দিল্লি, ২১ জুন: গরম (Summer) পড়তেই এ বছর দেশের বিভিন্ন জায়গায় তীব্র তাপপ্রবাহ (Heatwave) শুরু হয়। কখনও পূর্ব ভারত আবার কখনও দক্ষিণ এবং পশ্চিম। এবার উত্তর ভারতে প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহের জেরে নাজেহাল সাধারণ মানুষ। চলতি বছর দেশের বিভিন্ন জায়গায় যে তীব্র দাবদাহ শুররু হয়,তার জেরে এখনও পর্যন্ত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তীব্র তাপপ্রবাহ এবং গরমে যে ১৪৩ জনের মৃত্যু হয়েছে তা ১ মার্চ থেকে ২০ জুনের হিসেব অনুযায়ী। সেই সঙ্গে চলতি গরমের মরশুমে ৪১ হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন গোটা দেশ জুড়ে।
আরও পড়ুন: Delhi Heatwave: প্রচণ্ড গরম, তাপপ্রবাহে দিল্লিতে ১৯২ জন গৃহহীন মানুষের মৃত্যু, বলছে রিপোর্ট
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০ জুন পর্যন্ত হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে চলতি মরশুমে গরমের জেরে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। এবারের গরমে উত্তরপ্রদেশে ৩৫ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। দিল্লিতে গরমের জেরে প্রাণ গিয়েছে ২১ জনের। অন্যদিকে রাজস্থানে এবার গরমের জেরে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।