বিহারঃ দেশজুড়ে চলছে তাপপ্রবাহ (Heat Wave)। রোদের তাপে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তাপপ্রবাহের জেরে বিহারে মাত্র দুই ঘণ্টাতে মৃত্যু হল ১৬ জনের। অনেক চেষ্টা করেও তাঁদের বাঁচাতে পারেননি চিকিৎসকেরা (Doctors)। মৃতের সংখ্যা বেড়ে ২৭। যার মধ্যে ১২ জন ঔরঙ্গাবাদের। অসুস্থ (Sick) হয়ে পড়েছেন ২০০ জন। জানা গিয়েছে, ঔরঙ্গাবাদের একটি জেলা হাসপাতালে মাত্র দুই ঘণ্টাতেই ১৬ জনের মৃত্যু হয়েছে। তাপপ্রবাহের জেরেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার ঔরঙ্গাবাদে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস। তাতেই অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। ক্রমশ ভিড় বাড়তে থাকে হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ রোগীর সমস্যা একই। হাসপাতালে কুলার, আইস প্যাক ইত্যাদি রাখার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
#Bihar: 29 people have died and more than 200 fell ill due to heat stroke. A maximum of 12 deaths occurred in the Aurangabad district, where mercury has soared to above 48 degrees Celsius.
IMD has predicted intense #heatwave conditions for the southwestern and southcentral… pic.twitter.com/OaA8F7kJwO
— All India Radio News (@airnewsalerts) May 31, 2024
প্রসঙ্গত, গত বুধবার বিহারের একটি স্কুলে অসুস্থ হয়ে পড়ে ১৬ জন ছাত্রী। অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা না থাকায় বাইকে, রিক্সায় করে ছাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই রাজ্য সরকার সমস্ত স্কুল বন্ধের নির্দেশ দেয়। আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে বিহারের সব সরকারি ও বেসরকারি স্কুল। মুখ্য সচিবের এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দফতর।