IPL Auction 2025 Live

Heat wave Condition: অন্ধ্র প্রদেশ,পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, ধুলো ঝড়ের পূর্বাভাস উত্তর পশ্চিমের রাজ্যে

তাপপ্রবাহের পাশাপাশি এ বার ধূলিঝড়ের পূর্বাভাস দিল মৌসম ভবন। ২৪ ঘণ্টার মধ্যে এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে হরিয়ানা, রাজস্থান এবং উত্তর প্রদেশের পশ্চিমাংশের কিছু কিছু এলাকায়।

Photo Credits: Pixabay

ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, আজ দেশের বিভিন্ন অংশে তীব্র তাপপ্রবাহ শুরু হতে চলেছে। কেন্দ্রীয় আবহাওয়ার পূর্বাভাস সংস্থা তার সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডে আজ (১৭ মে) তীব্র তাপপ্রবাহ হতে চলেছে। এই তাপপ্রবাহ আগামীকালও লক্ষ্য করা যাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে।

তাপপ্রবাহের পাশাপাশি এ বার ধূলিঝড়ের পূর্বাভাস দিল  মৌসম ভবন।  আগামী ২৪ ঘণ্টায় রাজধানীর কিছু এলাকায় ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দিল্লিতেই নয়, ২৪ ঘণ্টার মধ্যে একই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে হরিয়ানা, রাজস্থান এবং উত্তর প্রদেশের পশ্চিমাংশের কিছু কিছু এলাকায়। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।মৌসম ভবনের অনুমান, রাজস্থান এবং মধ্যপ্রদেশের দিক থেকে গরম হাওয়া বয়ে আসার কারণে আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা গিয়েছে।

এই তাপপ্রবাহ থেকে নিজেকে ও প্রিয়জনেদের কীভাবে বাঁচাবেন তা নিয়েই তালিকা তৈরি করে দিয়েছে মৌসম ভবনও।

১) জলতেষ্টা না পেলেও সঙ্গে জল রাখুন। নির্দিষ্ট সময় অন্তর জলপান করুন।

২) রোদে বের হলে হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন।

৩) মাথা টুপি বা তোয়ালে দিয়ে ঢাকবেন। ছাতা ব্যবহার করবেন।

৪) হালকা ও জলের ভাগ বেশি আছে এমন খাবার খাবেন।

৫) বাড়িতে তৈরি পানীয় জল ও লেবু খাবেন।

৬) অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিন।

৭) খুব প্রয়োজন না হলে বাইরে বের হবেন না।

৮)স্থানীয় আবহাওয়ার সতর্কতার দিকে খেয়াল রাখবেন।

৯) দুপুরবেলা তীব্র রোদে বেশি পরিশ্রম হচ্ছে এমন কাজ করবেন না।

১০) বেশি মশলাদার ও বেশি প্রোটিনযুক্ত খাবার না খাওয়া।