Eknath Shinde (Photo Credits: FB)

মুখ্যমন্ত্রী হবেন বলে শিবসেনার মত দল সফলভাবে ভাঙাতে পেরেছিলেন। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনই মহারাষ্ট্রে রেকর্ড সংখ্যক আসনে জিতে ক্ষমতায় ফিরেছে এনডিএ। কিন্তু , আর বাকি দুই দল (শিবসেনা ও এনসিপি) থেকে হবে উপমুখ্যমন্ত্রী। আগামী ৫ ডিসেম্বর বিজেপির কেউ মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর এরই মাঝে একনাথ শিন্ডের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার খবর পাওয়া গেল। নতুন মুখ্যমন্ত্রীর শপথ না নেওয়া পর্যন্ত শিন্ডে এখনও মহারাষ্ট্রের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী। মারাঠাভূমে এখন ব্রেকিং নিউজ- মুখ্যমন্ত্রী গুরুতর অসুস্থ।

মুখ্যমন্ত্রীর আসন হাতছাড়া হচ্ছে বুঝতে পেরে মুম্বই ছেড়ে সাতারার দারে টাম্বে-তে নিজের গ্রামে চলে যান শিন্ডে। এখন শোনা যাচ্ছে গ্রামের বাড়িতে গিয়ে শিন্ডের শরীর বেশ খারাপ হয়ে গিয়েছে। এখন তিনি ডাক্তারদের কড়া পর্যবেক্ষণের মধ্যে আছেন। জোর জল্পনা, রেকর্ড সংখ্যক আসনে জেতার পরেও গদি হাতছাড়া হওয়ার ধাক্কাটা সামলতেই এখন কটা দিন থেকে সবকিছু থেকে নিজেকে দূরে রাখতে চান শিন্ডে। আর তাই শরীর খারাপের কথা বলে এড়িয়ে যাচ্ছেন শিবসেনা প্রধান। শিন্ডের কাছে এখন ঠিক দুটি অপশন থাকছে, অমিত শাহ-র ফর্মুলা মেনে উপমুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যাওয়া।

শিন্ডের আর একটি অপরটি হল  আগের মত নিজের দলে ফিরে কংগ্রেস ও  শরদ পাওয়ারের সাহায্য নিয়ে বিজেপি বিরোধী সরকার গড়া। দ্বিতীয় অপশনটা বেশ কঠিন হবে শিন্ডের কাছে। কারণ এখন মারাঠা রাজনীতির যা পরিস্থিতি তাতে উদ্ধভ ঠাকরে তাঁকে দল ছেড়ে দেবেন, আর কংগ্রেস, শরদ পাওয়ার মেনে নেবেন তেমনটা বেশ কঠিন।