পাটনা, ২৯ জানুয়ারি: অর্থের বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় সোমবার ইডির (ED) দফতরে হাজির হন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইডির দফতরে হাজির হতেই, শুরু হয় জিজ্ঞাসাবাদ। যা নিয়ে এবার তোপ দাগলেন লালু প্রসাদ যাদবের কন্যা মিশা ভারতী। মিশা বলেন, তাঁর বাবা একা খেতে পারেন না। তাঁকে খাইয়ে দিতে হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজির হওয়ার পর লালু প্রসাদ খেয়েছেন কি না, তা তাঁরা জানেন না বলে মন্তব্য করেন মিশা।
আরও পড়ুন: Lalu Prasad Yadav: জমির বিনিময়ে চাকরি দুর্নীতি, ইডির দফতরে লালু প্রসাদ
শুনুন কী বললেন মিশা ভারতী...
#WATCH | Patna, Bihar | On ED questioning RJD President Lalu Prasad Yadav, RJD MP and daughter of Lalu Prasad Yadav Dr Misa Bharti says, "He cannot eat himself, someone will have to feed him. We do not know whether he has eaten or not. No ED official is ready to speak...Since… pic.twitter.com/cqwFjqzbm8
— ANI (@ANI) January 29, 2024
পাশাপাশি তাঁর বাবা জিজ্ঞাসাবাদের জন্য ইডির দফতরে প্রবেশের পর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনও আধিকারিক তাঁদের সঙ্গে কথা বলছেন না। এই সরকার যে কোনও সময় তাঁর বাবাকে গ্রেফতার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন লালু-কন্যা। কিন্তু একজন অসুস্থ মানুষকে গ্রেফতার করে এই সরকার কী হাসিল করবে বলে ক্ষোভ প্রকাশ করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের মেয়ে মিশা।