নয়াদিল্লিঃ প্রতিদিনের মতোই অফিসে(Office) গিয়েছিলেন। নিজের চেয়ারে(Chair) বসে কাজও সারছিলেন। আচমকাই চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে অচৈতন্য অবস্থায় সহকর্মীরা(Colleague) দ্রুত হাসপাতালে(Hospital) নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লখনউতে(Lucknow)। মানসিক চাপের কারণেই এই মৃত্যু বলে জানিয়েছেন তাঁর সতীর্থরা। জানা গিয়েছে, মৃত মহিলার নাম সাদাফ ফতিমা। বয়স ৪৫। এইচডিএফসি ব্যাঙ্কের গোমতীনগর শাখায় কর্মরত ছিলেন তিনি। এখানেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ওই ব্যাঙ্কের অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বেশকিছু দিন ধরে মানসিক চাপে ছিলেন ফতিমা। মানসিক অবসাদ গ্রাস করে তাঁকে। মানসিক চাপ সহ্য না করতে পেরেই মৃত্যু বলে অনুমান পুলিশের। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসেই অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হন আনা সেবাস্টিয়ান নামে ২৬ বছর বয়সী এক মহিলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সংশ্নিষ্ট কোম্পানির চেয়ারম্যানকে অভিযোগ জানিয়ে চিঠি লেখেন আনার মা। একের পর এই ধরনের ঘটনা ভয় ধরাচ্ছে চাকুরীজীবীদেরর মনে।
অফিসের চেয়ারে বসেই মৃত্যু ব্যাঙ্ক কর্মীর
HDFC Employee, 45, Dies In Office Chair, Cops Probe "Suspicious Circumstances"https://t.co/RdexkfZBFr pic.twitter.com/kXlMNwRkxt
— NDTV (@ndtv) September 25, 2024