আত্মমর্যদা সম্পন্ন মহিলারা কখনও ধর্ষনের গল্প সাজাই না। একটি মামলার পর্যবেক্ষনে এমনটাই জানাল জম্মু কাশ্মীর এবং লাদাখের হাইকোর্ট।
একটি মামলায় বিচারপতি মোহনলাল এক অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করে দেন। ১০ বছরের এক মেয়েকে ধর্ষনের জেরে ২০২১ সাল থেকে জেলে রয়েছে সে। আদালত তার বিচারনামায় জানায় যে, কোন মহিলা তার নিজের চরিত্রকে এই বলে বিপদের মধ্যে ফেলবে না বলে যে তার মেয়েকে একজন ধর্যণ করেছে।
আদালত তার পর্যবেক্ষনে এও জানায় যে, ধর্ষন হচ্ছে সমাজের অন্যতম ঘৃন্যতম অপরাধ যা একজন সুন্দর ব্যক্তিত্বের ওপরেও দাগ সৃষ্টি করে। যারফলে কোন আত্মমর্যদা সম্পন্ন মহিলা ধর্ষনের গল্প সাজাই না।
ধর্যনের মামলায় উদারতা দেখানো অপ্রত্যাশিতই নয় এটি জনগনের ইচ্ছাবিরুদ্ধও।
ট্যাপকল থেকে জল খাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তিটি ধর্ষন করে ১০ বছরের মেয়েটিকে। এই ঘটনার ব্যাপারে আরঅন্য কাউকে বলতে নিষেধ করেছিল সে।যদিও ঘটনার ১ সপ্তাহ পরে বিষয়টি সে তার বাবা মা কে জানায়। যার ফলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ইন্ডিয়ান পেনাল কোডের ৩৭৬ ধারায় তার বিরুদ্ধে মামলা রজু করা হয়। এবং পকসো অ্যাক্টে সেকশন ৪ অনুযায়ীও মামলা রজু করা হয়।
আদালত তার আদেশে অভিযুক্তকে তার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসা পর্যন্ত অথবা ২০ বছর পর্যন্ত জেলের সাজা শোনায়।
No self-respecting woman would normally concoct a story of rape: Jammu & Kashmir and Ladakh High Court
Read more here: https://t.co/jlPvg0eOfo pic.twitter.com/9KoeuGkri8
— Bar & Bench (@barandbench) April 5, 2023