নতুন দিল্লি, ৩ মার্চ: ইউক্রেনীয় সেনাবাহিনী (Ukrainian Forces) খারকিভে (Kharkiv) ভারতীয় ছাত্রদের পনবন্দি (Hostages) করে রেখেছে। বুধবার এই অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক (Russian Defence Ministry)। রাশিয়ান সামরিক বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, "আমাদের তথ্য অনুসারে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ জোরপূর্বক ভারতীয় ছাত্রদের একটি বড় দলকে খারকিভে আটকে রেখেছে। যারা ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে বেলগোরোডে যেতে চায়। প্রকৃতপক্ষে, তাদের পনবন্দি হিসাবে রাখা হয়েছে। রাশিয়ান সশস্ত্র বাহিনী ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। আমাদের সামরিক পরিবহন বিমান বা ভারতীয় বিমানের সাহায্যে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে।"
যদিও ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে ভারতীয় ছাত্রদের পনবন্দি করে রাখার কোনও খবর পাওয়া যায়নি। বিবৃতেতে মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) বলেছেন, "ইউক্রেনে আমাদের দূতাবাস ভারতীয় নাগরিকদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে। আমরা নোট করি যে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সহযোগিতায় অনেক পড়ুয়া গতকাল খারকিভ ছেড়েছেন। আমরা কোনও পড়ুয়াকে পনবন্দি করে রাখার কোনও রিপোর্ট পাইনি।" আরও পড়ুন: Russia-Ukraine War: ভারতীয় ছাত্রদের পনবন্দি করে রেখেছে ইউক্রেন সেনা, দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের
গতকাল রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তিনি ইউক্রেনের খারকিভ থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার জন্য সেফ প্যাসেজ চান। আর তারপরই রাশিয়ানদের তরফে এই চমকপ্রদ দাবিটি করা হয়েছে। খারকিভে এক হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়া আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। খারকিভ কার্যত রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এবং ভারতীয় ছাত্রীদের একটি দলকে ইতিমধ্যেই ট্রেনে করে ইউক্রেনের পশ্চিম সীমান্তে পাঠানো হয়েছে। এতে সাহায্য করেছে রাশিয়া। সবত্রে জানিয়েছে, ছাত্রদেরও সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
Our Embassy in Ukraine is in continuous touch with Indian nationals in Ukraine. We note that with the cooperation of the Ukrainian authorities, many students have left Kharkiv yesterday. We have not received any reports of any hostage situation regarding any student: MEA pic.twitter.com/1pyZ5u1TIy
— ANI (@ANI) March 3, 2022
ইউক্রেনে ভারতীয় ছাত্রদের প্রতি খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে। অনেকেই অভিযোগ করেছেন যে তাঁদের লাথি মারা, ভয় দেখানো হচ্ছে। এছাড়াও শহর ছাড়ার জন্য ট্রেনে উঠতেও দেওয়া হচ্ছে না। সরকার নাগরিকদের অবিলম্বে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর ছেড়ে যাওয়ার জন্য একটি জরুরি নির্দেশিকা জারি করেছে।