লখনউ, ২৭ অক্টোবর: প্ররোচনামূলক ঘৃণা ভাষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হল আজম খানকে। ২০১৯ সালে ঘৃণা ভাষণের অভিযোগে সমাজবাদী পার্টির নেতা আজম খানকে ৩ বছরের কারাদণণ্ডের নির্দেশ দেওয়া হয়। প্ররোচণামূলক ভাষণের অভিযোগে আজম খানের পাশাপাশি আরও ২ জনকে ৩ বছরের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত ২০২৯ সালে নির্বাচনের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং জেলাশাসকের বিরুদ্ধে প্ররোচণামূলক মন্তব্য করেন আজম খান। এমনই অভিযোগ করা হয়। যা নিয়ে মামলা দায়ের করা হয়।
Samajwadi Party leader Azam Khan & 2 other accused sentenced to 3 years in prison along with a fine of Rs 2000 in the hate speech case of 2019. pic.twitter.com/TZGRB5j6FO
— ANI (@ANI) October 27, 2022
২০১৯ সালের সেই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার সমাজবাদী পার্টির নেতা আজম খানকে দোষী সাব্যস্ত করে আদালত। সমাজবাদী পার্টির বিধায়ককে দোষী সাব্যস্ত করার পর বৃহস্পতিবার দুপুরে তাঁর সাজা ঘোষণা করা হয় আদালতের তরফে। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।