হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য কমিশনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। ৯০ টি আসনের জন্য আগামীকাল ভোট নেওয়া হবে। বিধানসভা নির্বাচনে ১হাজার ৩১ জন প্রার্থীর মধ্যে ৯৩০ জন পুরুষ এবং ১০১ জন মহিলা প্রার্থী রয়েছেন। হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন, মোট ৪৬৪ জন নির্দল প্রার্থী রয়েছেন। আগামীকাল সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ২ কোটি সাড়ে তিন লক্ষেরও বেশি।। সুষ্ঠুভাবে নির্বাচন পরব সম্পন্ন করতে মোট কুড়ি হাজার ৬৩২টি ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে।
আগামী ৮ অক্টোবর হরিয়ানা ও জম্মু ও কাশ্মীর বিধানসভার ভোট গণনা হবে।
Campaigning for Assembly elections in Haryana will end today. The single-phase polling for the 90-member #Haryana Assembly will be held on Saturday. The counting of votes will be taken up on 8th of October along with Jammu and Kashmir. #HaryanaAssemblyElection2024 pic.twitter.com/7NCxyiMJxc
— DD News (@DDNewslive) October 3, 2024
গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে হরিয়ানায় বিধানসভা নির্বাচনের প্রচার। মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ব্যতীত অন্য দলের কর্মী বা নেতা ও প্রচারক যারা সংশ্লিষ্ট এলাকার ভোটার নন তারা ওই আসনে থাকতে পারবেন না। সমস্ত মন্ত্রী, সাংসদ এবং রাজ্য বিধানসভার সদস্যদেরও ভোট শেষ হওয়ার জন্য নিয়ন্ত্রিত সময়ের ৪৮ ঘন্টা শেষ হওয়ার আগে নির্বাচনী এলাকা ত্যাগ করতে হবে।