হারিয়ানা,১৩ ডিসেম্বরঃ বিড়ির বান্ডিল দিতে অস্বীকার করায় দোকানদার সহ তার পরিবারের উপর হামলা চালাল ক্ষুব্ধ ক্রেতারা। ঘটনাটি ঘটেছে হরিয়ানার(Haryana) ফতেহাবাদ(Fatehabad) জেলায় চন্দনপুর(Chandhanpur) এলাকায়। সুত্রের খবর ফতেয়াবাদের এক দোকানদারের কাছে বিড়ির বান্ডিল চায় কয়েকটি যুবক, বিড়ির বান্ডিল দিতে অস্বীকার করেন দোকানদার। সেই রাতে দোকানদারের বাড়িতে হামলা চালায় ওই ক্ষুব্ধ যুবকেরা। বিক্রেতার পরিবারের সদস্যরা যুবকদের বাধা দিতে আসলে তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় যুবকরা, আহত হয় দোকনদারের ভাই,ছেলে সহ পরিবারের অন্যান্য মহিলারাও।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসেন।তবে পুলিশের সামনেই বেপরোয়াভাবেই দোকানদারের বাড়িতে পাথর ছুঁড়ে থাকে ওই যুবকরা। এই সম্পূর্ণ ঘটনাটি ক্যামেরা ধরা পরেছে।সুত্রের খবর গুরুতর আহত পরিবারের সদস্যদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দোকানদারের ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। এখনো পর্যন্ত পুলিশ হামলাকারী কোনো যুবকে গেপ্তার করেন নি।
দেখুন ভিডিও