Haryana Waterlogging: হরিয়ানার ঝাঝর জেলার বাহাদুরগড়ে টানা বৃষ্টিতে বড়সড় বিপর্যয় তৈরি হয়েছে। শহরের রাস্তা কার্যত নদীতে পরিণত হয়েছে। এরই মধ্যে বাহাদুরগড়ে এক গাড়ির ডিপোয় এত জল জমেছে যে সেখানে রাখা নতুন বেশ কিছু গাড়ি আংশিক ডুবে গেছে, আর বাকিটা ভাসছে। এই ডিপোতেই নতুন গাড়িগুলিকে জমা করে রাখা হয়। সেখান থেকেই এই গাড়িগুলি যায় বিভিন্ন শোরুমে। গাড়িগুলির বাইরের অংশ তো বটেই, ভেতরের আসন আর যান্ত্রিক অংশও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রবল। কদিন আগেই কয়েক ঘণ্টার বৃষ্টিতে হরিয়ানা গুরগাঁওয়ের হাল দেখে আঁতকে উঠেছিল দেশ।
বিজেপি এখানে ১০ বছর ক্ষমতায় থাকার পরেও পরিকাঠামোগত দিক থেকে দুর্বলতা প্রকট হয়েছে। বাহাদুরগড়ে বহু বছর ধরেই একটু বৃষ্টিতেই জলজমার সমস্যায় ভোগে। এ বারও ব্যতিক্রম ঘটেনি। ক্রমাগত বৃষ্টিতে শহরের নীচু জায়গাগুলোতে নিকাশী ব্যবস্থা একেবারে ভেভে পড়ছে। ফলে গাড়ির ডিপোর মতো খোলা জায়গাও জলমগ্ন হয়েছে।
জলে ডুবে গাড়ির বডি, সিট এমনকি ইঞ্জিন পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। দীর্ঘক্ষণ জল থাকলে ক্ষতির অঙ্ক কোটি ছাড়াতে পারে বলে আশঙ্কা স্থানীয় ব্যবসায়ীদের। ২০২৩ সালের অগস্ট মাসে একই রকমভাবে চহারা গ্রামের মতো জায়গায় ভয়াবহ বন্যা হয়েছিল। কিন্তু বাস্তবে স্থায়ী সমাধান মেলেনি।
দেখুন ভিডিও
#WATCH | Haryana: Several cars partially inundated due to severe waterlogging at a stockyard in Bahadurgarh. pic.twitter.com/9p5C68Kg1L
— ANI (@ANI) September 7, 2025
স্থানীয় মানুষ অভিযোগ করছেন—বারবার অভিযোগ করা সত্ত্বেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। শুধু অস্থায়ী পাম্প বসিয়ে জল বার করা হয়, কিন্তু স্থায়ী ড্রেনেজ প্ল্যান আজও নেই।আবহাওয়া দফতর (IMD) ইতিমধ্যেই দিল্লি-এনসিআরসহ হরিয়ানার জন্য ‘অরেঞ্জ’ অ্যালার্ট জারি করেছে। প্রবল বর্ষণ আরও চলবে বলেই পূর্বাভাস।