Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ বাড়ি(House), সোনাদানা(Gold), নগদ দেওয়ার পরও শ্বশুরবাড়িতে অত্যাচারের শিকার মেয়ে। পুলিশের (Police)দ্বারস্থ বাবা-মা। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী ও শাশুড়ি। ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালাতে। জানা গিয়েছে, ২০১৯ সালে আম্বলার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেন থানের এক দম্পতি। বিয়েতে ৭০ গ্রাম সোনা, ৩ লক্ষ টাকা নগদ-সহ বহু জিনিস দেওয়া হয় মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে। তবে তাতেও মন ভরে না তাঁদের। বিয়ের পর থেকে নানাভাবে টাকাপয়সা চেয়ে পাঠাত তাঁরা। এমনকী বিয়ের পর জামাইকে ৮৪ লক্ষ টাকা দিয়ে বাড়ি পর্যন্ত কিনে দেন তরুণীর মা। এরপরও তাঁদের লোভ দিন দিন বাড়তে থাকে।

৭ ভরি সোনা, বাড়ি,লক্ষলক্ষ টাকা দেওয়া সত্ত্বেও দাবির শেষ নেই, গৃহবধূকে নির্মম অত্যাচার শ্বশুরবাড়ির লোকের

দাবি না মেটাতে পারলেই গৃহবধূর উপর নির্মম অত্যাচার চালাত স্বামী ও শাশুড়ি। প্রচণ্ড মারধর করা হত তাঁকে। এমনকী জুটত প্রাণে মারার হুমকী। দিনের পর দিন সব মুখ বুজে সহ্য করার পর অবশেষে শ্বশুরবাড়ির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ গৃহবধূ। প্রথমে নবি মুম্বইয়ের এক থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা গৃহবধূ ও তাঁর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

৭ ভরি সোনা, বাড়ি,লক্ষলক্ষ টাকা দেওয়া সত্ত্বেও দাবির শেষ নেই, গৃহবধূকে নির্মম অত্যাচার শ্বশুরবাড়ির লোকের