Water Pipe (Photo Credits: X)

ফরিদাবাদ, ২০ মেঃ গোপনাঙ্গে জলের পাইপ (Water Pipe) ঢুকিয়ে বন্ধুকে খুন করার সাংঘাতিক অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। সোমবার হরিয়ানার (Haryana) ফরিদাবাদের সেক্টর ৫৮ এলাকার ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মনোজ চৌহান। সঞ্জয় কলোনির বাসিন্দা তিনি। তাঁর গোপনাঙ্গে জলের পাইপ ঢুকিয়ে উচ্চ চাপের জল ছেড়ে দেয় চার অভিযুক্ত। যার ফলে মনোজের শরীরে গুরুতর অভ্যন্তরীণ ক্ষতি হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার মারা যান ওই যুবক। চার বন্ধু অতীন্দর, কার্তিক, সন্দীপ এবং রাহুলের বিরুদ্ধে মনোজকে খুনের অভিযোগ উঠেছে। প্রত্যেকেই বয়স ৩০ বছরের মধ্যে। সন্দীপ এবং রাহুল গ্রেফতার হয়েছেন। বাকি দুজনের খোঁজ চলছে।

গোপনাঙ্গে জলের পাইপ ঢুকিয়ে খুনঃ

নিহতের ভাই আনন্দ চৌহান মনোজকে খুনের অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, গত ১৭ মে সকালে অভিযুক্ত চার যুবক মনোজকে একটি ফার্মহাউসে নিয়ে যায়। সেখানেই স্নান করার সময়ে অভিযুক্তরা জলের পাইপ নিয়ে মনোজের গোপনাঙ্গে ঢুকিয়ে দেয়। এরপর উচ্চ চাপের জল ছেড়ে দেওয়া হয়। জলের তীব্রতায় মনোজের শরীরের ভিতরটা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ওই দিনই গুরুতর অসুস্থ অবস্থায় মনোজকে তাঁর চার বন্ধু বাড়িতে দিয়ে যান। এবং তাঁরা জানান, ফার্মহাউসে গিয়ে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। ভাই তখন হাসপাতালে গিয়ে যান মনোজকে। চিকিৎসা চলাকালীন গোটা ঘটনাটা নিজের মুখে জানিয়েছেন ওই আহত যুবক। কিন্তু বাঁচতে পারলেন না।