সনিয়া গান্ধী। (Photo Credits: Twitter/ @INCIndia)

Haryana Assembly Election Results 2019: হরিয়ানা বিধানসভা নির্বাচনে কিছুটা অপ্রত্যাশিতভাবেই ভাল ফল করতে চলেছে কংগ্রেস। ভোট গণনার প্রথম চার ঘণ্টা পর দেখে মনে হচ্ছে হরিয়ানায় ত্রিশঙ্কু বিধানসভা হতে চলেছে। যেখানে এক্সিট পোলে স্পষ্ট বলা হয়েছিল বিজেপি অনায়াসে ফের ক্ষমতায় আসবে, কংগ্রেস খুব বেশি হলে ১০-১২টা আসন জিতবে। সেখানে এখন দেখা যাচ্ছে বিজেপি-কে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে কংগ্রেস। ক মাস আগে লোকসভা নির্বাচনে যে হরিয়ানায় কংগ্রেস পুরো ধুয়ে গিয়েছিল, সেখানে ফের হাত ভরসা ফেরার দিকেই ইঙ্গিত মিলছে। যদিও এখনও বিজেপিই একক দল হিসেবে বেশি আসনে এগিয়ে।

দুপুর ১২.৩০টা পর্যন্ত ভোট গণনায় বিজেপি এগিয়ে ৩৯টি-তে, কংগ্রেস ২৯টি-তে। একটা সময় দুই দলের মধ্যে ব্যবধান মাত্র চার আসনে কমে এসেছিল। ম্যাজিক ফিগার ৪৬-এ যেতে হলে। দুই দলকেই এখন থাকিয়ে থাকতে হবে ছোট দল ও নির্দল প্রার্থীদের। এমন অবস্থায় কিং মেকার হয়ে উঠছে জেজেপি (JJP)। হরিয়ানায় কংগ্রেসের দায়িত্ব থাকা নেত্রী কুমারি সেলিজা বললেন, ''হরিয়ানাবাসীর রায় পরিষ্কার। বিজেপিকে মানুষ মেনে নেয়নি। এখানে কংগ্রেস সরকার গঠন করবে।''ভোটের ফলপ্রকাশের পর আহমেদ প্যাটেলের সঙ্গে দেখা করেন কুমারি সেলিজা। আরও পড়ুন-ভোট গণনার সব খবর সরাসরি

হরিয়ানার ফল এখন এক নজরে (দুপুর ১২.৩০ পর্যন্ত)

মোট আসন-৯০

বিজেপি এগিয়ে: ৩৯টি

কংগ্রেস এগিয়ে: ২৯টি

এলজেপি এগিয়ে: ১১

এনএলডি এগিয়ে: ২

অন্য়ান্যরা এগিয়ে: ৯

আপ এগিয়ে: ০

আজ ভোট গণনার শুরু থেকে একেবারে বিজেপির ঘাড়ে নি:শ্বাস ফেলছিল কংগ্রেস। তবে আরও কিছু আসনের ফলাফল আসতে বিজেপি আরও একবার সরকার ব্যাপারে নিশ্চিত হচ্ছে। ৯০টি র মধ্যে ৭৪টি আসনের ফলাফলের প্রাথমিক প্রবণতা আসতে শুরু করেছে। তার মধ্যে বিজেপি এগিয়ে ৩৮টি-তে, কংগ্রেস এগিয়ে ২৪টিতে, অন্যান্যরা এগিয়ে ১১টি-তে, একটি আসনে এগিয়ে আইএনএলডি।

হরিয়ানা নির্বাচনের ফলাফলের শুরুতে দেখা যাচ্ছে কংগ্রেস ও বিজেপি-র মধ্যে জোর টক্কর চলছে। অথচ প্রায় সব এক্সিট পোলেই বলা হয়েছিল কংগ্রেস কার্যত নিশ্চিহ্ন হয়ে যাবে। ৯০টি আসনের বিধানসভায় কংগ্রেস বড়জোর ১০-১২টি আসন পেতে পারে বলে এক্সিট পোলে ইঙ্গিত ছিল। কিন্তু গণনা শুরুর পর প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে বিজেপি-কে বেশ ফাইট দিচ্ছে কংগ্রেস। ৩০টি আসনের ফলাফলের প্রাথমিক প্রবণতা এসেছে। তার মধ্যে বিজেপি এগিয়ে ১৭টি-তে, কংগ্রেসও ১০টি আসনে এগিয়ে, ৩টি আসনে এগিয়ে অন্যানরা।