হরিয়ানায় বিধানসভা নির্বাচনের প্রচার আজ শেষ হচ্ছে। আগামী শনিবার (৫ অক্টোবর,২০২৪) ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভার এক দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তারপর আগামী ৮ই অক্টোবর জম্মু ও কাশ্মীরের পাশাপাশি হরিয়ানা বিধানসভার ভোট গণনা হবে। প্রচারের শেষ দিনে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কালায়ত এবং সাফিদো বিধানসভা কেন্দ্রে জনসভায় ভাষণ দেবেন। অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আম্বালা শহর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী বিজেপি প্রার্থী অসীম গয়ালের সমর্থনে একটি রোড শো এবং জনসভায় অংশ নেবেন।এছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী নুহ, মহেন্দরগড়, আতেলি এবং নারনউল বিধানসভা কেন্দ্রে জনসভায় ভাষণ দেবেন এবং হরিয়ানা কংগ্রেসের প্রধান দীপিন্দর সিং হুডা ভিওয়ানি, সিরসা, হিসার এবং যমুনানগর জেলায় প্রচার করবেন। ভারতীয় জাতীয় লোকদল নেতা অভয় সিং চৌতালাও ডাবওয়ালি এবং এলেনাবাদ বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন।
অন্য সকল নির্বাচনের মত এবারেও জাতীয় নির্বাচন কমিশন আগামী ৫ অক্টোবর, ভোটের দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য এক্সিট পোল প্রকাশ নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার মধ্যে যেকোন রকম প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে এক্সিট পোলের কোনো প্রকাশনা বা প্রচার অন্তর্ভুক্ত রয়েছে। এই আদেশ লঙ্ঘনকারীদের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।
Campaigning for Assembly elections in Haryana will end today. The single-phase polling for the 90-member # will be held on Saturday. The counting of votes will be taken up on 8th of October along with Jammu and Kashmir. #HaryanaAssemblyElection2024 pic.twitter.com/7NCxyiMJxc
— DD News (@DDNewslive) October 3, 2024