Close
Advertisement
 
শনিবার, নভেম্বর 16, 2024
সর্বশেষ গল্প
8 minutes ago
Live

Exit Poll 2024 Live: হরিয়ানায় কংগ্রেসের ঝড়ের ইঙ্গিত, ভূ স্বর্গে হতে পারে INDIA সরকার, জম্মুতে পদ্মের দাপট থাকলেও কাশ্মীরে ভরাডুবি হতে পারে বিজেপির, জানুন এক্সিট পোলের ফল

ভারত partha.chandra | Oct 05, 2024 06:27 PM IST
A+
A-
05 Oct, 18:39 (IST)
জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের খবর আসতে শুরু করেছে। ইন্ডিয়া টুডে- সি ভোটার সমীক্ষায় জম্মু অঞ্চলে ২৭ থেকে ৩১টি আসনে জিততে পারে বিজেপি। অন্যদিকে, কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জিততে পারে ১১-১৫টি আসনে। পিডিপি ২টি আসনে জিততে পারে।
05 Oct, 18:51 (IST)
রিপাবলিক টিভিতে সম্প্রচারিত এক্সিট পোল অনুযায়ী হরিয়ানায় দশ বছর ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় কংগ্রেস ৫৫ থেকে ৬০টি আসনে পেতে পারে। সেখানে ক্ষমতায় থাকা বিজেপি মাত্র ১৮ থেকে ২৪টি আসন জিততে ুপারে। ওম প্রকাশ চৌতালার ইন্ডিয়ান ন্যাশনল লোকদল ৩ থেকে ৬টি আসন জিততে পারে।  
05 Oct, 19:04 (IST)
রিপাবলিক টিভির পর এবার এবিপি-সি ভোটারের সমীক্ষাতেও হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিপুল সংখ্যক আসনে জিতে দশ বছর ক্ষমতায় ফিরতে চলেছে বলে দেখানো হল। এবিপি-সি ভোটারের এক্সিট পোলে বলা হল, হরিয়ানায় কংগ্রেস ৫৭টি, বিজেপি ২৭টি ও অন্যান্যরা ৬টি আসনে জিততে পারে। গতবার বিজেপি ৪০টি আসনে জিতে চৌতালাদের পার্টির সমর্থনে ক্ষমতায় এসেছিল।
05 Oct, 19:14 (IST)
ইন্ডিয়া টুডে-সি ভোটারের এক্সিট পোল অনুযায়ী- কাশ্মীরে এনসি, কংগ্রসে জোট ২৯-৩৩টি আসন জিততে পারে। পিডিপি ৬টি থেকে ১০টি আসন জিততে পারে। অন্যান্য ও নির্দলরা ৬টি থেকে ১১টি আসন পেতে পারে। বিজেপি বড়জোড় একটি আসন জিততে পারে।
05 Oct, 19:47 (IST)
ইন্ডিয়া টুডি-সি ভোটারের সমীক্ষার এক্সিট পোল বলছে জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে ন্যাশানল কনফারেন্স-কংগ্রেস জোট ৪০ থেকে ৪৮টি আসনে জিততে পারে। সেখানে ৪৬টি আসনে জিতেই ভূ স্বর্গে ক্ষমতায় আসা যাবে। সেখানে বিজেপি পেতে পারে ২৭ থেকে ৩৩টি আসন।

Haryana, J&K Elections Exit Poll 2024: আজ, শনিবার সন্ধ্যায় হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হল। এদিন বিকেল ৫টা পর্যন্ত হরিয়ানায় ভোটদানের ৬১ শতাংশ।  তার আগে শুরু হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে ও নির্বাচনী সমীক্ষার সংস্থার এক্সিট পোল। ৯০টি আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় ভোটগ্রহণ হয়েছিল ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর। ভূ-স্বর্গে ভোটদানের হার ছিল প্রায় ৬৪ শতাংশ।

১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হল। ৯০ আসনের হরিয়ানা বিধানসভার ভোট হওয়ার কথা ছিল পয়লা অক্টোবর। কিন্তু স্থানীয় কিছু উতসব ও ছুটির কারণে আজ, ৫ অক্টোবর ভোটগ্রহণ হল।

লোকসভা নির্বাচনে প্রথম সারির নির্বাচনী সমীক্ষকদের এক্সিট পোল একেবারে মুথথুবড়ে পড়েছিল। এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে তাই সাধারণ মানুষের মনে সংশয় রয়েছে। তবে এটাও ঠিক, লোকসভা ভরাডুবি হলেও অতীতে বেশ কয়েকটি ক্ষেত্রে ভারতীয় সমীক্ষকদের করা এক্সিট পোল হুবহু মিলে গিয়েছে। ২০২৩-এর মধ্যপ্রদেশ, রাজস্থান বিধানসভার ফল যার মধ্যে অন্যতম। এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটাও ঠিক ফলের আগেই ফল জানার একটা ইচ্ছা মানুষের বরাবরের। তাই লোকসভা নির্বাচনের পর হওয়া প্রথম বড় এই ভোট বিজেপি, কংগ্রেসের কাছে অগ্নিপরীক্ষার।এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের এক্সিট পোল নিয়ে দেশবাসীর আগ্রহ আছে। তবে আসল ফলপ্রকাশ মঙ্গলবার, ৮ অক্টোবর।


Show Full Article Share Now