Exit Poll 2024 Live: হরিয়ানায় কংগ্রেসের ঝড়ের ইঙ্গিত, ভূ স্বর্গে হতে পারে INDIA সরকার, জম্মুতে পদ্মের দাপট থাকলেও কাশ্মীরে ভরাডুবি হতে পারে বিজেপির, জানুন এক্সিট পোলের ফল
Haryana, J&K Elections Exit Poll 2024: আজ, শনিবার সন্ধ্যায় হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হল। এদিন বিকেল ৫টা পর্যন্ত হরিয়ানায় ভোটদানের ৬১ শতাংশ। তার আগে শুরু হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে ও নির্বাচনী সমীক্ষার সংস্থার এক্সিট পোল। ৯০টি আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় ভোটগ্রহণ হয়েছিল ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর। ভূ-স্বর্গে ভোটদানের হার ছিল প্রায় ৬৪ শতাংশ।
১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হল। ৯০ আসনের হরিয়ানা বিধানসভার ভোট হওয়ার কথা ছিল পয়লা অক্টোবর। কিন্তু স্থানীয় কিছু উতসব ও ছুটির কারণে আজ, ৫ অক্টোবর ভোটগ্রহণ হল।
লোকসভা নির্বাচনে প্রথম সারির নির্বাচনী সমীক্ষকদের এক্সিট পোল একেবারে মুথথুবড়ে পড়েছিল। এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে তাই সাধারণ মানুষের মনে সংশয় রয়েছে। তবে এটাও ঠিক, লোকসভা ভরাডুবি হলেও অতীতে বেশ কয়েকটি ক্ষেত্রে ভারতীয় সমীক্ষকদের করা এক্সিট পোল হুবহু মিলে গিয়েছে। ২০২৩-এর মধ্যপ্রদেশ, রাজস্থান বিধানসভার ফল যার মধ্যে অন্যতম। এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটাও ঠিক ফলের আগেই ফল জানার একটা ইচ্ছা মানুষের বরাবরের। তাই লোকসভা নির্বাচনের পর হওয়া প্রথম বড় এই ভোট বিজেপি, কংগ্রেসের কাছে অগ্নিপরীক্ষার।এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের এক্সিট পোল নিয়ে দেশবাসীর আগ্রহ আছে। তবে আসল ফলপ্রকাশ মঙ্গলবার, ৮ অক্টোবর।