হরিয়ানার নুহতে হিংসার ঘটনায় এবার বস্তির পর ভাঙা হল একটি চারতলা বিশিষ্ট বাড়ি। জেলা প্রশাসনের দাবি হিংসার দিন এলাকার এই বাড়ির ছাদ থেকে পাথর ছোঁড়া হয়। তাছাড়া বাড়িটি অবৈধভাবে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।
কিছুদিন আগেই হিংসা কবলিত এলাকায় থাকা বস্তি দোকান ভেঙে ফেলা হয়েছে প্রশাসনের তরফে। উচ্ছেদ করা হয়েছে সেখানে থাকা বস্তিবাসীদের। সেখানেও এই হিংসার ঘটনায় বেশ কয়েকজন যুক্ত ছিল বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই বহামলার পেছনে বড় কোন পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন তিনি। যদিও শোভাযাত্রায় এক ব্যক্তির উপস্থিতির ভিডিও বার্তায় ছড়িয়ে পড়ার জেরেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
এদিন সম্পূর্ণ বাড়িটি ভেঙে পড়ার ছবি উঠে এসেছে ক্যামেরায়, দেখুন সেই ভিডিও,
#WATCH | Haryana | A hotel-cum-restaurant demolished in Nuh. District administration says that it was built illegally and hooligans had pelted stones from here during the recent violence. https://t.co/XcWkdHQ2jM pic.twitter.com/YmjDiG1fuY
— ANI (@ANI) August 6, 2023