Kid Attacked by Leopard (Photo Credits: X)

আম্বালা, ১৬ জুনঃ খুদে শিশুর উপর চিতাবাঘের হামলা। গলায় গভীর ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি ৪ বছরের শিশু। হরিয়ানার (Haryana) আম্বালা জেলায় থারওয়া গ্রামে ঘটনা। রবিবার বিকেলে পাশের গ্রাম সুরগাল থেকে মায়ের সঙ্গে ফিরছিল ওই শিশু। পথে আচমকা চিতাবাঘ হামলা করে তার উপর। শিশুটিকে মুখে করে নিয়ে পালানোর চেষ্টা করে চিতা। মহিলার চিৎকারে জড়ো হয় গ্রামবাসী। লাঠিসোঁটা দিয়ে চিতাবাঘটিকে তাড়া করতে শিশুটিকে রেখে পালায় সে। আহত শিশুকে চণ্ডীগড়ের এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্যে। পুলিশ জানাচ্ছে, শিশুটিকে এখন বিপদমুক্ত।

পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল ৫টা নাগাদ থারওয়া গ্রাম নিবাসী বছর চারের দীপ্তাংশু মায়ের সঙ্গে পাশের গ্রাম সুরগালের একটি চাল কল থেকে ফিরছিল। মায়ের মাথায় ছিল চালের বস্তা। কোলে দু বছরের ভাই। পাশে হাঁটছিল একরত্তি দীপ্তাংশু। এমন সময়ে রাস্তার ধার থেকে আচমকা একটি বিশাল আকারের চিতাবাঘ এসে হামলা করে দীপ্তাংশুর উপর। তাকে মুখে করে নিয়ে পালানোর চেষ্টা করে। ছেলেকে বাঘে নিয়ে যাচ্ছে দেখে চিৎকার শুরু করেন মা। মহিলার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। হাতের কাছে লাঠিসোঁটা যা কিছু ছিল তাই দিয়ে চিতাবাঘটিকে কোনমতে তাড়ায় সকলে মিলে।

শিশুটিকে রাস্তায় ফেলেই জঙ্গলে পালিয়ে যায় চিতা। গলায় ক্ষত নিয়ে দীপ্তাংশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বন্যপ্রাণী পরিদর্শক রাকেশ কুমার জানাচ্ছেন, শিশুটির মায়ের বয়ান তাঁরা রেকর্ড করেছেন। তবে এলাকায় বহু খোঁজাখুঁজির পরেও কোন চিতাবাঘ বা ওই ধরণের কোন বিশাল জন্তুর সন্ধান পাওয়া যায়নি।