Hariyana : হরিয়ানার নুহ যাওয়ার পথে সিপিআইয়ের প্রতিনিধি দলকে আটকাল পুলিশ
Nuh Violence (Photo Credit: Twitter)

হিংসা বিধ্বস্ত গুরুগ্রাম এবং নুহতে পরিদর্শনের জন্য সিপিআইয়ের পক্ষ থেকে ৪ সদস্যের একটি দল পাঠানো হয়েছিল। এবার সেই দলকে ঢুকতে বাধা দিল পুলিশ।

পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁদের। পুলিশের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি থাকার পাশাপাশি পরিদর্শনের ক্ষেত্রে প্রতিনিধি দলের ওপর হামলার আশাঙ্কা থাকায় তাঁদের আটকানো হয়।

হিংসার জেরে বিভিন্ন দোকানের পাশাপাশি গাড়ি জ্বালিয়ে দেওয়া ছাড়াও খুন করা হয়েছে বেশ কয়েকজনকে।

মণিপুরও জাতিগত হিংসার জেরে বিধ্বস্ত। সেখানেও পরিস্থিতি পরিদর্শনের জন্য বিরোধী দল ইন্ডিয়ার তরফে পাঠানো হয়েছিল ২১ সদস্যের দলকে। রাজ্যপালের কাছে গিয়ে তাঁরা হিংসা পরিবর্তে শান্তি ফিরিয়ে আনার দাবিতে স্মারক লিপি জমা দেন।

আতঙ্কের পরিবেশ হওয়ায় অনেকেই ছাড়ছেন রাজ্য। বিরোধীদের অভিযোগ মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ সেদেশের সরকার। এদিকে নুহের পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে বলে জানা যাচ্ছে। আংশিক ভাবে কার্ফু তুলে নওয়ার কথা জানানো হয়েছে প্রশাসনের তরফে।