দিল্লি, ১০ জুলাই: টেনিস খেলোয়াড়কে (Tennis Player) গুলি করে মেরে ফেলল বাবা। স্টেট লেভেল টেনিস খোলোয়াড় রাধিকা যাদবের নির্মম পরিণতি হল তাঁর নিজের বাবার হাতে। হরিয়ানার গুরুগ্রামে এমনই একটি ঘটনার জেরে কেঁপে উঠেছে প্রায় গোটা দেশ। রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ রাধিকা যাদব গুরুগ্রামে নিজেদের সেক্টর ৫৭-র বাড়িতেই ছিলেন। সেক্টর ৫৭-র বাড়ির প্রথম তলে ছিলেন রাধিকা। সেখানেই ঘটে ওই চরম দুর্ঘটনা (Tennis Player Shot Dead)।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রাধিকা যাদবের সঙ্গে তাঁর বাবার তর্কাতর্কি শুরু হয় একটি রিল ভিডিয়োকে (Video) কেন্দ্র করে। রাধিকা একটি ভিডিয়ো শ্যুট করেছিলেন সোশ্যাল মিডিয়ার জন্য। যা দেখে আপত্তি জানান তাঁর বাবা। রিল ভিডিয়োকে কেন্দ্র করে মেয়ের সঙ্গে বাবার বাক বিতণ্ডা শুরু হলে, পরপর ৩বার গুলি চলে। জানা যায়, মেয়ে রাধিকা যাদবকে পরপর তিনবার গুলি করে তাঁর বাবা মেরে ফেলেন। মেয়ের আচরণে প্রবলভাবে ক্ষেপে গিয়েই রাধিকার বাবা নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক বের করেন এবং সেখান থেকে শুরু করেন গুলি ছুঁড়তে।
সঙ্গে সঙ্গে গুরুতরভাবে জখম রাধিকাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। রাধিকার মৃত্যুর পর গুরুগ্রামে তাঁদের বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই লাইসেন্সপ্রাপ্ত বন্দুকটিকে।
জানা যায়, বেশ কিছুদিন ধরেই রাধিকার সঙ্গে তাঁর বাবার মন কষাকষি শুরু হয় সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। আর সেই সোশ্যাল মিডিয়ার জন্যই যে এত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তা কল্পনা করতে পারেনি পুলিশও।
কে এই রাধিকা যাদব?
ইন্টারন্যাশানাল টেনিস ফেডারেশনে রাধিকা যাদবের জায়গা ১১৩। ডাবলস টেনিস প্লেয়ার হিসেবে পরিচিত ২৫ বছরের রাধিকা। ২০০০ সালের ২৩ মার্চ রাধিকা যাদবের জন্ম। আইটিএফ ডাবলসে তাঁর জায়গায় ২০০।