তীব্র গরমে হাসফাঁস করছে দেশবাসী। এই অবস্থায় অন্য সময়ের থেকে হয়তো একটু বেশি পরিমাণে ফ্যান, কুলার, এসি চালানো হচ্ছে ঠিকই। কিন্তু তাই বলে মাত্র দুই মাসে বিদ্যুতের বিল আসবে  ৪৫ হাজার ৪৯১ টাকা? সম্প্রতি এমনই ঘটনা ঘটল গুরুগ্রামের বাসিন্দা জাসভির সিংয়ের সঙ্গে। জানা যাচ্ছে, চলতি মাসে তাঁর কাছে দক্ষিণ হরিয়ানা বিদ্যুত বিতরণ নিগম লিমিটেডের (Dakshin Haryana Bijli Vitran Nigam Ltd.) তরফ থেকে বিল আসে। সেখানে দেখা যাচ্ছে গত দুই মাস মিলিয়ে তাঁর কাছে বিল আসে ৪৫ হাজার টাকা। যা দেখে স্বাভাবিকভাবেই চমকে যান তিনি। তারপর সোশ্যাল মিডিয়ায় বিলের ছবি পোস্ট করে লেখেন, মনে হয় এবার মোমবাতির আলোয় ফিরতে হবে।

পেশায় জয়েন হুড অ্যাপের মালিক জাসভির সিং জানান, বাড়িতে এসি, পাখা, লাইট, এসি ইত্যাদি ছাড়া তিনি বেশিকিছু চালান না। তারপরেও এত বিল আগে কোনওদিনও আসেনি। এই নিয়ে বিদ্যুত সংস্থার কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি। কিন্তু তাঁদের পক্ষ থেকে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। উল্টে তাঁকে পুরো টাকা দিয়ে দিতে বলে বিদ্যুত বিভাগের কর্মীরা। সেই মতো অবশ্য তিনি পুরো টাকাটাই দিয়ে দিয়েছেন। যদিও এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানানোর পর অনেকেই হরিয়ানা বিদ্যুত বিভাগ সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, অতীতেও এরকম অত্যাধিক ইলেকট্রিক বিলের সমস্যায় পড়েছে বহু মানুষ। খাস কলকাতাতেও এই সমস্যায় ভুক্তোভুগী হয়েছেন অনেকে। বিশেষ করে কোভিডের সময় এইধরণের ঘটনা অনেক জায়গাতে হয়েছে। মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যাগুলি হয় বলে জানা গিয়েছে।