নয়াদিল্লিঃ বাড়ি (House) থেকে আচমকা নিখোঁজ(Missing)। অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি খোঁজ। একটি দেহ পেয়ে পরিবারকে জানায় পুলিশ। দেহ নৃশংসভাবে কাটা হওয়ায় চিনতে সমস্যা হলেও পরিবার জানায় এটি সেই ব্যক্তিরই দেহ। এরপর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। সম্পন্ন হয় শেষকৃত্য। কিন্তু শেষকৃত্যের একদিন পরই বাড়ি ফেরেন ওই ব্যক্তি। তাঁকে দেখে রীতিমতো হতবাক পরিবার-পরিজনেরা।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম পূজন প্রসাদ। বয়স ৪৭। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে মহম্মদপুর ঝারসা গ্রামে থাকতেন তিনি। আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। গত ১ সেপ্টেম্বর থানায় নিখোঁজ ডায়েরি করেন স্ত্রী। গত সপ্তাহে ২৮ অগস্ট একটি পরিত্যক্ত গুদামের কাছে উদ্ধার হয়। সেই দেহ দেখে বাবার দেহ শনাক্ত করে ছেলে সন্দীপ। মৃতদেহের ডান পায়ে আঘাতের চিহ্ন দেখে বাবার দেহ চিহ্নিত করে সন্দীপ। এরপর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সম্পন্ন হয় শেষকৃত্য। পরদিন যমুনা নদীতে চিতাভস্ম বিসর্জন করতে যাচ্ছিলেন সন্দীপ। এমন সময় একটি ফোন আসে। সন্দীপের মামা রাহুল প্রসাদ পূজনকে নিয়ে বাড়ি ফেরেন। জানা যায়, দেহ শনাক্ত করতে ভুল করেছিল পরিবার। এখন ওই মৃত ব্যক্তির দেহ শনাক্তকরণ শুরু করেছে পুলিশ।
শেষকৃত্যের পরদিন হাজির 'মৃত' ব্যক্তি, তারপর...?
#Gurugram man declared dead, cremated, but returns alive next day, know what happenedhttps://t.co/Yu1NFZLHoC
— DNA (@dna) September 6, 2025