নয়াদিল্লিঃ গুরগাঁওয়ের (Gurugram) রাস্তায় প্রকশ্যে 'দাদাগিরি।' মাত্রা ১০ টাকার জন্য অটোচালককে (Auto Driver)বেধড়ক মারধর। লাঠি-পাথর দিয়ে প্রচণ্ড মারধর করা হয় ওই অটোচালককে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বছর উনিশের অটোচালক। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের বাসাই রোড পেট্রোল পাম্পের সামনের রাস্তায়। আক্রান্ত অটোচালকের নাম বিপিন। বাড়ি উত্তরপ্রদেশের কনৌজে। গুরুগ্রাম থেকে এক যাত্রীকে নিয়ে বাসাই যাচ্ছিলেন তিনি। পথে ওই যাত্রীর সঙ্গে বচসা বাঁধে বিপিনের। মাত্র ১০ টাকা নিয়ে বাদানুবাদ শুরু হয়।
অটোচালককে বেধড়ক মারধরের অভিযোগ যাত্রীর বিরুদ্ধে
বচসা চরমে পৌঁছলে ফোন করে আত্মীয়দের ডাকেন ওই যাত্রী। অভিযোগ,এরপরই লাঠি-সোটা নিয়ে ঘটনাস্থলে হাজির হয় যাত্রীর পরিচিতরা। সকলে মিলে ওই অটোচালককে আক্রমণ করে তাঁরা। শুরু হয় বেধড়ক মারধর। ঘটনার সময় বিপিনকে ফোন করেছিলেন তাঁর দাদা। ভাই বিপদে পড়েছে বুঝে তড়িঘড়ি সেখানে পৌঁছন তিনি। বিপিনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তিনিও। এরপর স্থানীয় বাসিন্দারা এসে জড়ো হলে পালায় হামলাকারীরা। এরপরই পুলিশের দ্বারস্থ হন বিপিন। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হয়। ইতিমধ্যেই দু'জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
মাত্র ১০ টাকা নিয়ে বচসা, অটোচালককে বেধড়ক মারধর যাত্রীর
Gurugram Auto Driver Beaten Over Rs 10 Fare, 2 Arrested: Copshttps://t.co/AZuoRtvjCU pic.twitter.com/kCWNW36pYl
— NDTV (@ndtv) August 13, 2025