প্রতীকী ছবি (Photo Credit: File)

নয়াদিল্লিঃ কাছেপিঠে হোক কিংবা একট্য দূরে, আজকাল গন্তব্যে পৌঁছনোর জন্য অনলাইন(Online) ক্যাব সার্ভিসের(Cab Service) উপর ভরসা করেন অনেকেই। কিন্তু এই ক্যাব সার্ভিসের চক্করে যে এমন ভয়ানক অভিজ্ঞতা হবে তা স্বপ্নেও বোধহয় কল্পনা করতে পারেননি গুরুগ্রামের (Gurugram)তরুণী। ক্যাব চালকের মেসেজ পেয়ে আতঙ্কে শিউড়ে ওঠেন মহিলা যাত্রী। জানা গিয়েছে, ভোর ৪ টের সময় রেল স্টেশনে যাওয়ার জন্য অনলাইন ক্যাব বুক করেন গুরুগ্রামের ওই যুবতী। ওটিপি চেক করার জন্য ক্যাব অ্যাপটি খুলতেই চালকের মেসেজ চোখে পড়ে তাঁর। তাতে লেখা, 'আমি তোমায় অপহরণ করতে চাই।' এই মেসেজের স্কিনশট নিয়ে সঙ্গে সঙ্গে রাইডটি ক্যানসেল করার চেষ্টা করেন ওই তরুণী। তবে তার আগেই রাইড ক্যানসেল জরে দেয় চালক। আতঙ্কে লাগেজ নিয়ে ঘরে ফিরে আসেন যুবতী। এরপর এই ভয়ানক অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। সামাজিক মাধ্যম রেডিটে তিনি লেখেন, “আমি লিখতে লিখতেও রীতিমতো ভয়ে কাপছি। এক ঘণ্টায় আমার ট্রেন। ভগবান জানে আমি পৌঁছতে পারব কি না”।

ক্যাব চালকের মেসেজ (ছবিঃX)
ক্যাব চালকের মেসেজ (ছবিঃX)

ভোরবেলা ক্যাব চালকের মেসেজে আতঙ্কে শিউড়ে উঠলেন তরুণী