ভোটের আগে আজ(২ অক্টোবর,২০২৪) সকালে প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংহ।গত ১ অক্টোবর ,মঙ্গলবার সকালে গুরমিতের আর্জি মেনে ২০ দিনের জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই সঙ্গে জানানো হয়, প্যারোলের শর্ত হিসাবে তিনি হরিয়ানা যেতে পারবেন না। গুরমিতকে থাকতে হবে উত্তরপ্রদেশের বাগপতের আশ্রমে এবং নির্বাচনের সময় নির্বাচন-সংক্রান্ত কোনও বক্তৃতাও দিতে পারবেন না তিনি।এই নিয়ে গত চার বছরে রাম রহিমকে ১৫ বার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। যা নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই সুর চড়িয়েছে। হরিয়ানায় বিধানসভা ভোটের আগে তাঁর এই প্যারোলে মুক্তির বিরুদ্ধে মঙ্গলবার নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে কংগ্রেস।
আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে নিম্ন আদালত ২০ বছরের সাজা দিয়েছিল ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংকে। এতদিন তিনি হরিয়ানার রোহটকের সুনিয়া জেলে বন্দি ছিলেন। আজ সকালেই কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে মুক্তি দেওয়া হয়। দেখুন সেই ভিডিও-
VIDEO | Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim Singh released on parole from Rohtak’s Sunaria jail. Gurmeet Ram Rahim Singh was sentenced in 2017 and is serving a 20-year sentence for raping two of his disciples.#HaryanaNews
(Full video available on PTI Videos -… pic.twitter.com/3S1TliypoA
— Press Trust of India (@PTI_News) October 2, 2024
#WATCH | Haryana: Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim Singh released from Sunaria prison in Rohtak after being granted 20-day parole. pic.twitter.com/eGvRZI4irx
— ANI (@ANI) October 2, 2024