গত জানুয়ারিতেই ৪০ দিনের প্যারোলে তিনি জেল থেকে ছাড়া পেয়েছিলেন। তার আগে গত বছর অক্টোবরেও ৪০ দিনের প্যারোলে জেল থেকে বেরিয়েছিলেন তিনি। এবার ‘ছুটি’ ২১ দিনের।ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত বিতর্কিত স্বঘোষিত ধর্মগুরু ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম হরিয়ানা সরকারের কাছ থেকে তিন সপ্তাহের জন্য ফার্লো পাওয়ার পরে আজ আবারও জেল থেকে বেরিয়ে আসেন। বিকেলে রোহতক জেল থেকে মুক্তি পান গুরমিত রাম রহিম। জেল থেকে বেরিয়ে ডেরা সাচ্চা সৌদা প্রধান তার কনভয় নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।
প্রকৃতপক্ষে, প্যারোল এবং ফার্লো মঞ্জুর করা রাষ্ট্রের অধিকার এবং এটি কেবল কারাগারে বন্দীর ভাল আচরণের ভিত্তিতে এবং কোনও কারণে দেওয়া হয়। রাম রহিমকে তার দুই শিষ্যকে ধর্ষণের জন্য ২০ বছরের কারাদণ্ড এবং ২০১৭ সালে হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপর থেকে হরিয়ানার রোহতক জেলে সাজা ভোগ করছেন রাম রহিম। জেলে থাকলেও হরিয়ানার রাজনীতিতে তার ক্ষমতা প্রভাব অনেক। সেই সুবাদে রাম রহিম গত তিন বছরে এ নিয়ে আটবার প্য়ারোলে জেল থেকে ছাড়া পেতে চলেছে।রাম রহিমকে এভাবে বারেবারেই জেলের বাইরে বেরিয়ে আসার সুযোগ করে দেওয়া নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। হরিয়ানার বিজেপি সরকার অবশ্য এক্ষেত্রে কোনও রকম বেনিয়মের কথা অস্বীকার করেছে।
গত জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বলেছিলেন, ‘সব নিয়মনীতি মেনে প্যারোলের অনুমতি পাওয়া দেরা সাচা সৌদা প্রধানের অধিকারের মধ্যে পড়ে।’
VIDEO | Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim released from Rohtak jail after he was granted furlough for three weeks yesterday. pic.twitter.com/uFTBXHe663
— Press Trust of India (@PTI_News) November 21, 2023