Shooting outside Disha Patani's House: উত্তর প্রদেশের বারেলি (Bareilly)-তে বলিউডের তারকা অভিনেত্রী দিশা পাটানি (Disha Patani)-র বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। গতকাল, শুক্রবার ভোরে বারেলির পুলিশ লাইনে দিশা পাটানির উত্তরপ্রদেশের বাড়ির সামনে গোলাগুলি চলে। প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধ আচার্য মহারাজকে অপমানের অভিযোগ উঠেছিল দিশার বোনে খুশবু-র বিরুদ্ধে। তিনি ক্ষমা চাইতে রাজি হননি। এরপরই বারেলিতে দিশার বাড়ির সামনে গুলি চালানো হয়। যার দায় স্বীকার করে গোল্ডি ব্র্রার (Goldy Brar) গ্যাং। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গোলাগুলি শুরু হয়। পরপর ২ রাউন্ড গুলি চালানো হয়। যদিও হতাহতের কোনও খবর নেই ওই ঘটনায়। এই কাণ্ডে নয়া মোড় যোগ করলেন অভিনেত্রী দিশা পাটানি-র বাবা জগদীশ পাটানি।
কী বললেন দিশা পটানির বাবা
জগদীশ পাটানি জানালেন, "দু’জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী আমার বাড়িতে গুলি চালায়। পুলিশ তাদের সেরা চেষ্টা করছে। বারেলি পুলিশ, এসএসপি, এডিজি সকলে এই ঘটনার তদন্ত করছেন। গুলিগুলি দেশি নয়, বিদেশি তৈরি। প্রায় ৮-১০ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে গোল্ডি ব্রার দায়িত্ব নিয়েছে বলে দাবি করছে, তবে আমাদের কাছে বিষয়টা এখনো পরিষ্কার নয়।"
দেখুন খবর
#WATCH | Bareilly, Uttar Pradesh: Retired CO Jagdish Patani (father of actor Disha Patani) says, "...Two unidentified assailants fired at my residence...Police are making all possible efforts...Bareilly Police, SSP, ADG are all working on it...The gunshots are not indigenous;… https://t.co/u7JkPBI8Sp pic.twitter.com/njdpE4bEt0
— ANI (@ANI) September 13, 2025
দিশা পাটানির বোনকে ক্ষোভ!
তিনি আরও বলেন,"অভিনেত্রী দিশা পাটানির বোন খুশবুর নামও ভুলভাবে টেনে আনা হয়েছে প্রেমানন্দজি মহারাজের বিষয়ে। আমরা প্রকৃত সনাতনী, আমরা সাধু-সন্তদের শ্রদ্ধা করি।"