আমেদাবাদঃ গুজরাটের (Gujrat) রাজকোটের (Rajkot) গেমিং জোনে (TRP Gaming Zone) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাত মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ (Police)। অভিযুক্তের নাম ধওয়াল ঠক্কর। রাজস্থানের আবু রোডে এক আত্মীয়ের বাড়ি গা ঢাকা দিয়ে ছিলেন এই ধৃত। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। এখনও পর্যন্ত গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ। গত শনিবার সন্ধ্যে ৭ টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজকোটের টিআরপি গেমিং জোনে তখন থিকথিক করছে ভিড়। এদিন প্রবেশ মূল্য ৫০০ টাকার পরিবর্তে ৯৯ টাকা হওয়ায় আরও বেশি ভিড় হয়। সেই সময়ই আগুন লাগে ওই গেমিং জোনে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ২৮ জনের। যার মধ্যে রয়েছে ৯ টি শিশু। জানা গিয়েছে, ওই গেমিং জোনের একটি অংশ দাহ্যপদার্থে ঠাসা ছিল। সেখান থেকেই আগুন লাগে। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে, ওই গেমিং জোনের কোনও ‘ফায়ার লাইসেন্স’ ছিল না। এমনকী দমকলের ছাড়পত্রও ছিল না তাদের কাছে। তা সত্ত্বেও কীভাবে এতদিন এই গেমিং জোন চলছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে আদালতে। এই ঘটনায় শহরের পুরসভা এবং রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে গুজরাট হাইকোর্ট। এই ঘটনাকে 'মনুষ্যসৃষ্ট বিপর্যয়' বলে বর্ণনা করেছে আদালত।গেমিং জোনের ৬ মালিকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিলেন গেমিং জোনটির অন্যতম মালিক যুবরাজ সিংহ সোলাঙ্কি, রাহুল রাঠৌড় এবং ম্যানেজার নীতীশ জৈন। এবার পুলিশের হাতে মূল অভিযুক্ত ধওয়াল। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Rajkot Police has arrested the main accused Dhaval Thakkar from Rajasthan in the case of fire in TRP Gaming Zone. Thakkar had fled from the spot after the incident. pic.twitter.com/lNiwAJoCbL
— IANS (@ians_india) May 28, 2024