আমেদাবাদ, ১০ সেপ্টেম্বর: কংগ্রেসের ডাকে গুজরাটে চলছে প্রতীকী বনধ। রাজ্যের বেকারত্ব বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম, মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের ডাকা ৪ ঘণ্টার এই বনধে মোটের ওপর ভালই প্রভাব ফেলল। অফিস, সরকারী বাস, জরুরি পরিষেবাগুলিকে এই প্রতীকী বনধ-এর বাইরে রাখা হয়েছিল। সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত চলল এই প্রতীকী বনধ। কংগ্রেস কর্মী-সমর্থকরা রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানালেন। আমেদাবাদে বনধ-এর প্রভাব কিছুটা কম দেখা গেলেও সুরাট, ভদোদরা, রাজকোটে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেল।
কংগ্রেসের দাবি, মানুষ স্বতস্ফূর্তভাবে তাদের ডাকা বনধ-এ পাশে এসে দাঁড়িয়েছে। হাত শিবিরের দাবি এই বনধ প্রমাণ করে দিল আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখানে সরকার গড়বে। বিজেপি-র দাবি কংগ্রেসের ডাকা প্রতীকী বনধ-কে মানুষ প্রত্যাখান করেছে। আরও পড়ুন-ভরা সভায় মহিলা কমিশনের চেয়ারপার্সন ও মহিলা পুলিশ অফিসারের তীব্র বাদানুবাদ, ভাইরাল ভিডিও
দেখুন ছবিতে
Gujarat | Congress workers protest in Bharuch as the party has called a 'symbolic bandh' today to protest against inflation and unemployment pic.twitter.com/ib8BL7TMJ0
— ANI (@ANI) September 10, 2022
কংগ্রেসের দাবি, গুজরাটে ৪ লক্ষ ৩৬ হাজারের বেশি যুবক পুরোপুরি বেকার। অথচ মোদী রাজ্যে সরকারী শূন্যপদ সাড়ে ৪ লক্ষের ওপরে। রাজ্যের ২৭ হাজার স্কুল শিক্ষকের শূন্যপদ পড়ে আছে বলেও গুজরাট কংগ্রেস জানিয়েছে। গুজরাটে বেশ কিছু সরকারী হাসপাতালের অবস্থা শোচনীয় বলেও কংগ্রেসের অভিযোগ। রাজ্যের বহু সরকারী হাসপাতালে ডাক্তার নেই বলেও অভিযোগ।
মোদীর রাজ্যে গ্যাস সিলিন্ডার ১ হাজার ৬০ টাকা, ভোজ্য তেল ৩ হাজারা টাকা, পেট্রোলের দর ৯৫ টাকা ছাড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দরও আকাশছোঁয়া বলে কংগ্রেসের অভিযোগ। আর তাই শনিবার প্রতীকী বনধ ডেকে বড় প্রতিবাদে নামল গুজরাট কংগ্রেস।
ক দিন আগে আমেদাবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ঘোষণা করেন, রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে কৃষদের ঋণ মকুব, ৫০০ টাকায় গ্যাস, বিনামূল্যে বিদ্যুত, ৩ হাজার নতুন ইংরেজি মিডিয়াম স্কুল ও ১০ লক্ষ নতুন চাকরি দেওয়া হবে। পাশাপাশি গুজরাটে কোভিডে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষমা করেন রাহুল।