দুটি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ২ জন, আহত বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে ভাদোদরা আহমেদাবাদ এক্সপ্রেসওয়েতে। একটি সিমেন্ট বোঝাই গাড়ি এসে ধাক্কা মারে একটি বাসকে। পুলিশের তরফে জানা গেছে, বাসটি রেলিং ভেঙে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।
এসপি রাজেশ গাড়িয়া জানিয়েছেন, "বাসটি আহমেদাবাদ থেকে পুনেতে যাচ্ছিল, বাসটির মধ্যে ২৩ টি যাত্রী ছিল। সিমেন্ট ট্যাঙ্কারের (Cement Tankar) ড্রাইভারটি বা দিকে মোড় নিয়ে বাসটিতে ধাক্কা মারে। ২ জন মানুষ নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। তাদের চিকিৎসা এই মূহূর্তে চলছে বলে জানা গেছে। ট্যাঙ্কার ড্রাইভারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
এর আগে আহমেদাবাদ মুম্বই এক্সপ্রেসওয়েতে ট্যাঙ্কার উল্টে আগুন ধরে যায়। ঘটনাটি গুজরাটের ভালসাড় জেলার ভাগহালদরা গ্রামে ঘটে। ডুংরি পুলিশ এবং অগ্নি নির্বাপকের দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়্ত্রনে নিয়ে আসে।
Gujarat: Two dead, several injured after cement tanker hits bus in Nadiad
Read @ANI Story | https://t.co/wmQ82fZZOL#Gujarat #Nadiad #accident pic.twitter.com/09wvUiKJzB
— ANI Digital (@ani_digital) February 23, 2024