Representative Image (Photo Credit: X)

Gujarat Rape: গুজরাটের সুরাটে (Surat) চাঞ্চল্যকর ঘটনা। সুরাটে ১৪ বছরের একটি ছেলে তার থেকে দু বছরের বড় দিদিকে ধর্ষণ করল (Brother Rape Sister)। ভাইয়ের হাতে ধর্ষণের পর ১৬ বছরের মেয়েটি গর্ভবতী হয়ে গিয়েছে। Surat Rape-এর ঘটনাটি সামনে আসে পেটে প্রচন্ড ব্যথা নিয়ে মেয়েটি হাসপাতালে ভর্তি হওয়ার পর। ডাক্তাররা জানতে পারে মেয়েটি দেড় মাসের অন্তঃসত্ত্বা। এরপর ডাক্তারদের মাধ্যমে বাড়ির লোকেরে সবটা জানতে পেরে অবাক হয়ে যায়। পরে সেই মেয়েটি তার ভাইয়ের কুকীর্তির কথা পুলিশ ও পরিবারের সদস্যদের জানায়। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। দায়ের করা হয়েছে এফআইআর।

দু মাস আগে বাবা-মা বাড় থেকে চলে যাওয়ার পর দিদিকে একা পেয়ে ধর্ষণ ভাইয়ের

পুলিশ জানায়, ঘটনাটি ঘটে দু মাস আগে। সেই সময় কোনও কাজে মেয়েটির বাবা ও মা বাড়ির বাইরে যায়। ভাই ও বোন দুজনে ঘরেই ছিল। দুজনেই স্কুলের হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত ছিল। এরই মাঝে ১৬ বর বয়সী দিদিকে ফাঁকা ঘরে একা পেয়ে ১৪ বছরের ভাই ঝাঁপিয়ে পড়ে ধর্ষণ করে। পুলিশ এই বিষয়ে নাবালককে জেরা করছে।

ভাইয়ের ধর্ষণ দিদিকে

ছেলেটির বিরুদ্ধে পসকো আইনে মামলা দায়ের করা হয়েছে

ভারতীয় মনু সংহিতার ৬৪ (২), ৭৫ (২) ধারা ও ৩ (এ), ৪, ৫ (জে) সহ পসকো আইনের নানা ধারায় নাবালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ছেলেটিকে পুলিশ থানায় ধরে নিয়ে গিয়ে জেরা করে। জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে সব প্রোটোকল মেনে ছেলেটিকে পেশ করে হবে।