আমেদাবাদ: দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের (Delhi Chief Minister Arvind Kejriwal) আবেদনের ভিত্তিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) স্নাতক ডিগ্রি (Bachelors Degree) সম্পর্কে গুজরাট বিশ্ববিদ্যালয় (Gujarat University) ও প্রধানমন্ত্রীর দফতরকে (PMO India) বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছিল মুখ্য তথ্য কমিশন (Chief Information Commission)। শুক্রবার সেই নির্দেশ খারিজ করে (quashed) দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দিল গুজরাট হাইকোর্টের (Gujarat High Court) ডিভিশন বেঞ্চ।
#Breaking: Gujarat High Court has quashed and set aside orders of the Chief Information Commission directing Gujarat University and the Public Information Officer of @PMOIndia to furnish details of the Bachelors Degree of Prime Minister Narendra Modi.@narendramodi…
— Bar & Bench (@barandbench) March 31, 2023
২০১৬ সালে মুখ্য তথ্য কমিশন প্রধানমন্ত্রীর দফতরের জন তথ্য আধিকারিক ও গুজরাট বিশ্ববিদ্যালয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্নাতক ডিগ্রি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে নির্দেশ দেয়। এর বিরুদ্ধে মামলা দায়ের হয় গুজরাট হাইকোর্টে। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর গত ফেব্রুয়ারি মাসে মামলার রায় সংরক্ষিত রাখা হয়। শুক্রবার সেই রায় দিতে গিয়ে মুখ্য তথ্য কমিশনের নির্দেশ খারিজ করে দিল বিচারপতি বীরেন বৈষ্ণবের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে গুজরাট বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী মোদির ডিগ্রি কাগজ দেখতে চাওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। আরও পড়ুন: রমজানের নবম দিনে দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে নামাজ পড়ার ভিড়, দেখুন ভিডিয়ো
Bench of Justice Biren Vaishnav also imposed a cost of Rs 25,000 on Delhi Chief Minister Arvind Kejriwal, who had sought copies of the degrees of PM Modi from Gujarat University and Delhi University. @ArvindKejriwal @narendramodi #GujaratHighCourt
— Bar & Bench (@barandbench) March 31, 2023
কেজরিওয়ালের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট পার্সি কাভিনা বিচারপতি বৈষ্ণবের কাছে এই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ার অনুরোধ জানালেও বিচারপতি তাতে সাড়া দেননি।
Justice Vaishnav also refuses to stay the order as requested by Kejriwal's counsel Sr Adv Percy Kavina. @ArvindKejriwal @narendramodi #GujaratHighCourt
— Bar & Bench (@barandbench) March 31, 2023