আমেদাবাদ, ৩ মে: চলতি বছর ডিসেম্বরে গুজরাটে বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Elections 2022) আগে ধাক্কা খেলে কংগ্রেস (Congress)। জোর জল্পনা আগামী মাসেই বিধানসভা ভেঙে গুজরাটে ভোটে যেতে পারে বিজেপি। আপ প্রধান কেজরিওয়াল, এক ধাপ এগিয়ে বলেছেন, আগামী সপ্তাহেই গুজরাট বিধানসভা ভেঙে ভোটে যাবে বিজেপি। সেই জল্পনার মাঝেই দলবদলের রাজনীতিতে ক্ষতি হল কংগ্রেসের। নরেন্দ্র মোদী রাজ্যে খেদব্রহ্মার কংগ্রেসের তফসিলি বিধায়ক অশ্বিন কোটওয়াল হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন। এর ফলে গুজরাট বিধানসভায় কংগ্রেসের শক্তি নেমে দাঁড়াল ৬৩-তে, সেখানে বিজেপি চলে গেল ১১১-তে।
গুজরাটে বিজেপি যে খুব দারুণ একটা স্বস্তিতে আছে, তা নয়। ক মাস আগেই বিজয় রুপানিকে সরিয়ে ভূপেন্দ্রভাই প্যাটেলকে মুখ্যমন্ত্রী করে বিজেপি। কারণ করোনা কালে বিজয় রুপানির ভূমিকায় ক্ষোভছিল সাধারণ মানুষদের মধ্যে। ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী পদে আনার পরও যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কমেছে তা নয়। ১৯৯৫ থেকে গুজরাটে ক্ষমতায় আছে বিজেপি। কেশুভাই প্যাটেল, সুরেশ মেহেতা, নরেন্দ্র মোদী- মুখ্যমন্ত্রী বদলালেও, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব ছাড়লেও গুজরাটে পদ্মগড় থেকেই গিয়েছে। এবারও গুজরাটে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। আরও পড়ুন: ইদের সকালে যোধপুরে দুই সম্প্রদায়ের মাঝে উত্তেজনা, বন্ধ ইন্টারনেট পরিষেবা
দেখুন টুইট
Congress MLA from Khedbrahma, Ashwin Kotwal, resigned from the Gujarat assembly pic.twitter.com/RM2Da2H8Rk
— ANI (@ANI) May 3, 2022
কারণ উত্তরপ্রদেশ, উত্তরখণ্ড, গোয়া, মনীপুরে ক্ষমতা ধরে রেখে যেভাবে ২০২৪ লোকসভাতেও মসৃণ জয়ের দিকে এগোচ্ছে, মোদীর রাজ্য হাতছাড়া হলে সেটায় বড় ধাক্কা খাবে বিজেপি। তাই এখন থেকে আদাজল খেয়ে নেমেছে পদ্মশিবির। গুজরাটে এখন থেকে শুরু হয়েছে দলবদলের রাজনীতি।