আমেদাবাদ, ২২ মার্চ: নরেন্দ্র মোদী রাজ্যে কংগ্রেসের অবস্থা আরও খারাপ হল। রোজ রোজ কংগ্রেস ছাড়ার ঘটনাও এদিনও অব্যাহত থাকল। গুজরাট কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা ক দিন আগে প্রার্থী হিসেবে ঘোষিত হওয়া রোহন গুপ্তা (Rohan Gupta) দল ছাড়লেন। তাঁকে আমেদাবাদ পূর্ব লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল কংগ্রেস। কিন্তু বাবার শরীর খারাপের কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার তিনি একেবারে দলই ছাড়লেন। গুজরাটে কংগ্রেসের হাল ঠিক কতটা শোচনীয় তা এই ঘটনায় প্রমাণ হল। দল ছাড়তে চলা নেতাকে প্রার্থী করে আসলে মুখ পুড়ল কংগ্রেসের।
দল ছাড়ার পর রোহন গুপ্তার অভিযোগ," বাবার শরীর খারাপের কারণে তিনি প্রার্থী হতে না চাওয়ার পর থেকে কংগ্রেসের নেতারা তাঁর চরিত্রে আততায়ী হামলা চালিয়েছেন, এবং ক্রমাগত অপমান করে চলেছেন।" তাঁর বিজেপিতে যোগ এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
গতবার আমেদাবাদ পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী হাসমুখভাই প্যাটেল জিতেছিলেন ৬৭ শতাংশের ওপর ভোট পেয়ে। তাঁর আগে এই কেন্দ্র থেকে জিতেছিলেন বলিউডের তারকা অভিনেতা পরেশ রাওয়াল। রোহন গুপ্তা সরে যাওয়ার পর বিজেপির নিশ্চিত জেতা এই আসনে কংগ্রেস এবার এই কেন্দ্রে কাকে প্রার্থী করে সেটা দেখার।
দেখুন খবরটি
Gujarat Congress leader Rohan Gupta quits the party alleging "constant humiliation" and "character assassination" by a party leader connected with Communication department pic.twitter.com/ecW1iMHQYD
— ANI (@ANI) March 22, 2024
বছর দুয়েক আগে গুজরাট বিধানসভা নির্বাচনের মুখে তখন কংগ্রেসের রাজ্য সভাপতি হার্দিক প্যাটেলের দল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই মোদী রাজ্যে হাতের হতশ্রী অবস্থা শুরু হয়। ২০১৮ বিধানসভা র্নিবাচন অপ্রত্যাশিতভাবে ভাল করে বিজেপি সরকারকে প্রায় সরিয়েই দিয়েছিল কংগ্রেস। কিন্তু এবার দলীয় কোন্দলে গুজরাটে কার্যত সাইনবোর্ডে পরিণত হয়েছে হাত শিবির।
গত দুটি লোকসভা নির্বাচনের মত এবার লোকসভা নির্বাচনে গুজরাটে শূন্যহাতে ফিরতে হতে পারে কংগ্রেসকে। যদিও বিশেষজ্ঞরা বলছেন,গুজরাটে দু একটি লোকসভায় ঐক্যবদ্ধ হয়ে লড়তে পারলে জয়ের কাছাকাছি যেতে পারে কংগ্রেস। কিন্তু রোজ রোজ নেতাদের দল ছাড়ায় সেই সম্ভাবনা কমছে।