আহমেদাবাদ, ১৭ অগাস্ট : মাত্র ৯ দিনে ১৪০০ কোটির প্রতারণা। শুনতে অবাক লাগলেও এমনই একটি ঘটনা এবার প্রকাশ্যে এল গুজরাট থেকে। ফুটবলে বেটিং চক্র চালিয়ে গুজরাট থেকে ১৪০০ কোটি প্রতারণার পর্দা ফাঁস করল সে রাজ্যের পুলিশ। ফুটবল বেটিং অ্যাপ্লিকেশন চালিয়ে সেখান থেকে মাত্র ৯ দিনে ১৪০০ কোটি প্রতারণার সঙ্গে জড়িয়ে চিনের (China) এক নাগরিকের পর্দা ফাঁস করল। ফুটবল বেটিং অ্যাপ্লিকেশনের নাম করে প্রতারণা চক্র চালিয়ে একাধিক মানুষকে নিমেষে সর্বশান্ত করছিল চিনের ওই নাগরিক। উত্তর গুজরাটে (Gujarat) এমন ১২০০ মানুষের খোঁজ পাওয়া গিয়েছে। যাঁদের লুট করেছে চিনের ওই নাগরিক।
রিপোর্টে প্রকাশ, সম্প্রতি ফুটবল বেটিং চক্রের হদিশ পায় গুজরাট পুলিশ। পর্দা ফাঁস করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় গুজরাট পুলিশের তরফে। চিনের শেনজান প্রদেশ থেকে ওই অ্যাপ চালিয়ে গুজরাটের একাধিক মানুষের পকেট ফাঁকা করতে শুরু করে সংশ্লিষ্ট বেটিং চক্র। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় শোরগোল। জানা যায়, মাত্র ৯ দিনে ১৪০০ কোটি টাকা প্রতারণা করেছে চিনের ওই নাগরিক।