নয়াদিল্লিঃ টার্গেট ছিল পুজো(Durga Puja 2024)। কিন্তু সব পরিকল্পমা ভেসতে দিল নারকোটিক্স কন্ট্রোল ব্য়ুরো (Narcotics Control Bureau)ও গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড(Gujarat ATS)।এই যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক(Drugs)। মোট ৯০৭ কেজি মাদক উদ্ধার হয়েছে বলে খবর। যার আনুমানিক বাজারমূল্য ১৮০০ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে ভোপালের কাছে বাগরোদা ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। এই অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়। যার মধ্যে মূলত ছিল মেফোড্রোন নামক একটি নিষিদ্ধ মাদক। এই ঘটনায় অমিত চতুর্বেদী এবং সান্যাল প্রকাশ বানে নামক দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ২০১৭ সালেও মাদক মামলায় গ্রেফতার জয় প্রকাশ বানে। পাঁচবছর জেলেও ছিল সে। জেল থেকে মুক্তি পেয়ে আবার ব্যবসা শুরু করে সে। হাত মেলায় আরও এক অভিযুক্ত অমিত চতুর্বেদীর সঙ্গে। জানা গিয়েছে, বাগরোদা শিল্পাঞ্চলে একটি জায়গা ভাড়া নিয়ে চলত মাদক তৈরির কাজ। সূত্র মারফত খবর পেয়েই সেখানে যৌথ অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্য়ুরো ও গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড।
পুজোর আগে উদ্ধার ১৮০০ কোটির মাদক
Gujarat ATS and Narcotics Control Bureau on Saturday seized 907kg of designer drug mephedrone valued at 1,800 crore from a factory in Bagroda industrial area, 10km from Bhopal.
This marks the second big narcotics haul after cocaine worth 2,000 crore was confiscated in New Delhi… pic.twitter.com/NjzutGXDbF
— Mirror Now (@MirrorNow) October 7, 2024