Heeraben Modi Cast her Vote Photo Credit: Twitter@ANI

গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার (Gujarat Assembly Election Phase II) ভোটগ্রহণ চলছে। সোমবার সকালেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আমেদাবাদের রানিপ বিধানসভা কেন্দ্রে নিশান পাবলিক স্কুলের বুথে পৌঁছে গিয়েছিলেন তিনি। অন্য ভোটদাতাদের সঙ্গেই রীতিমতো লাইন দিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী। তাঁকে দেখেই ওই বুথে 'মোদী মোদী' রবও ওঠে। রবিবার ভোটের আগের দিন মা হীরাবেন মোদীর (PM Narendra Modi Mother) সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। পা ছুঁয়ে প্রণাম করে মায়ের থেকে আশীর্বাদ নেন তিনি। মায়ের পাশে বসে ‘চায়ে পে আড্ডা’ তেও দেখা যায় তাঁকে।

 

২০২২ এর ১৮ জুন সদ্য ১০০ পেরিয়েছেন হীরাবেন মোদী। তবু গণতন্ত্রের উৎসবে সামিল হতে তিনি ভোলেননি। আজ সকালে গান্ধীনগরের রায়সান প্রাথমিক বিদ্যালয়ে গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন তিনিও। দেখুন সেই ছবি-