নয়াদিল্লিঃ ফের রাগিং-এর বলি কলেজ পড়ুয়া(College Student)। ঘটনাটি ঘটেছে গুজরাটের(Gujarat) একটি মেডিক্যাল কলেজে(Medical College)। অভিযোগ, কলেজ হোস্টেলে সিনিয়ার পড়ুয়াদের রাগিং(Ragging)-এর শিকার হয়ে মৃত্যু এক প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার(Medical Student)। 'ইন্ট্রো' দেওয়ার নামে দীর্ঘক্ষণ দাঁড় করিইয়ে রাখা হয় তাঁকে। এরপরই অসুস্থ হয়ে পড়েন ওই পড়ুয়া। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর। হাসপাতালে পুলিশকে তিনি জানান, তাঁকে রর্যাগিং করা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত পড়ুয়ার দাদা বলেন, "মৃতের বাড়ি গুজরাটের সুরেন্দ্রনগর জেলার পাটানের কাছে। গতকাল কলেজ থেকে ফোন করে জানানো হয় ছেলে অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে এসে আমরা জানতে পারি ওকে র্যাগিং করা হয়েছে। আমরা বিচার চাই।"
ফের র্যাগিং বলি প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়া
Gujarat MBBS Student Made To Stand For Hours For Ragging, Dies After Fall https://t.co/qDPkcCAQjb pic.twitter.com/DuCvkvUzcM
— NDTV (@ndtv) November 18, 2024