অবশেষে জিএসটি (পণ্য পরিষেবা কর) কাঠামোয় বড়সড় রদবদল আনল কেন্দ্র সরকার। বুধবার রাতে ৫৬ তম জিএসটি কাউন্সিলের সঙ্গে প্রথম দফার বৈঠক শেষে এমনটাই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নীর্মলা সীতারামন। এই পরিবর্তন আনার জেরে উপকৃত হবে আমজনতার একাংশ। কমতে চলেছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, জীবনদায়ী ওষুধ সহ একাধিক গুরুত্বপূর্ণ পণ্যের দাম। অন্যদিকে বাড়তে চলেছে তামাকজাত দ্রব্য, বিলাসবহুল একাধিক সামগ্রীর দাম। এ্দিন এই সমস্ত পণ্যগুলিকে ‘পাপের সামগ্রী’ বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বিভাগের পণ্যের ওপর কার্যকর হবে ৪০ শতাংশ জিএসটি (GST)।
দাম কমছে কিসের?
চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, বাথরুমের সাবান, শেভিং ক্রিম, মাখন, ঘি, চিজ, দুগ্ধজাত দ্রব্য, নমকিন, ভুজিয়া, চানাচুর, ফিডিং বোতল, বাচ্চাদের ন্যাপকিন, ক্লিনকাল ডাইপার, সেলাই মেশিন ও তার যন্ত্রাংশ ইত্যাদির দাম ১৮ শতাংশের থেকে কমিয়ে আনা হল ৫ শতাংশে। স্বাস্থ্যবিমা, জীবনবিমায় কার্যকর হবে না জিএসটি। চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত জিনিসপত্র, ডায়গানস্টিকের জিনিপত্রের জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে ৫ শতাংশে। কমতে চলেছে বাইক, গাড়ি ও তিনচাকার পেট্রোল, ডিজেল ও এলপিজি গাড়ির দাম। এছাড়া এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ডিস ওয়াশিং মেশিনের দাম কমবে।
দেখুন বিস্তারিত
The GST Council has approved significant reforms today. These reforms have a multi-sectoral and multi-thematic focus, aimed at ensuring ease of living for all citizens and ease of doing business for all: Office of Finance Minister Nirmala Sitharaman pic.twitter.com/7yg9zELOvs
— ANI (@ANI) September 3, 2025
কোন কোন পদার্থের দাম বাড়ছ?
অর্থাৎ, সিগারেট, গুটখা, পানমশালা, চিবানো তামাক, জর্দা, বিড়ি সহ একাধিক তামাকজাত পদার্থের দাম বাড়তে চলেছে। এছাড়া ক্যাফিনেটেড পানীয়, ফলের রসযুক্ত কার্বনেটেড পানীয়, নন অ্যালকোহলিক পানীয়, মিষ্টিজাতীয় কার্বোনেটেড পানীয়ের ক্ষেত্রে ৪০ শতাংশ জিএসটি কার্যকর হবে। এই তালিকায় থাকবে বিলাসবহুল গাড়িগুলিও। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই নতুন কাঠামোর জিএসটি।
দেখুন অর্থমন্ত্রী নীর্মলা সীতারামনের বক্তব্য
#WATCH | Delhi: After the 56th GST Council meeting, Union Finance Minister Nirmala Sitharaman says, "We've reduced the slabs. There shall be only two slabs, and we are also addressing the issues of compensation cess." pic.twitter.com/XUZAYVxCaK
— ANI (@ANI) September 3, 2025
#WATCH | Delhi: After the 56th GST Council meeting, Union Finance Minister Nirmala Sitharaman says, "There is a special rate which is 40%. Almost all goods are between 18% and 5%. There is one special rate which is only for sin and super luxury goods. That special rate of 40% has… pic.twitter.com/nFZZMhbfVi
— ANI (@ANI) September 3, 2025
নয়া জিএসটি কাঠামো
এতদিন পর্যন্ত ৫, ১২, ১৮, ২৮ শতাংশ জিএসটি কার্যকর ছিল গোটা দেশে। কিন্তু নয়া কাঠামোয় ১২ ও ২৮ শতাংশ জিএসটি তুলে দিচ্ছে কেন্দ্র। নয়া জিএসটি কাঠামোয় জীবনবিমা ও স্বাস্থ্যবিমা জিএসটি সম্পূর্ণরূপে মুকুব হতে চলেছে। যার ফলে উপকৃত হবে অসংখ্য মধ্যবিত্ত পরিবারগুলি।